Science, asked by barmanbibek16, 6 months ago

Anu Ghatak bolte ki bojho opposite to rasayanik abhikriya ka SamiKaranekadam Sahi batao​

Answers

Answered by ReRepeater
0

Answer:

Explanation:dlete this

Answered by pulakmath007
43

প্রশ্ন :

অনুঘটক বলতে কী বোঝায় উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সমীকরণসহ ব্যাখ্যা করো।

উত্তর :

সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস ( J. J. Berzellius 1835) লক্ষ করেন যে , রাসায়নিক বিক্রিয়ার আপাততভাবে সম্পর্কহীন পদার্থের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার গতি ত্বরান্বিত হয়। এই ঘটনা কে ব্যখ্যা করার জন্য তিনি অনুঘটন ( Catalysis, গ্রীক শব্দ Katalysis থেকে জাত,এর অর্থ to loosen ) শব্দের প্রবর্তন করেন

অনুঘটক :

যে পদার্থের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি পায় কিন্তু বিক্রিয়া শেষে উক্ত পদার্থের ভর ও রাসায়নিক সংযুক্তি অপরিবর্তিত থাকে তাকে অনুঘটক (Catalyst) বলে

অনুঘটন :

অনুঘটকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার গতি ত্বরান্বিত হওয়ার ঘটনাকে অনুঘটন বলে

অনুঘটকের উদাহরণ :

পরীক্ষাগারে পটাশিয়াম ক্লোরেটকে প্রায় 650°C উষ্ণতায় তীব্রভাবে উত্তপ্ত করলে এটি খুব ধীরে ধীরে বিয়োজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড ও অল্প পরিমাণ অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। কিন্তু সামান্য পরিমাণে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশিয়ে মাত্র 230°C - 250°C উষ্ণতায় উত্তপ্ত করলে দ্রুত অক্সিজেন উৎপন্ন হয়। বিক্রিয়া শেষে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের ভর ও ধর্ম অপরিবর্তিত থাকে, শুধুমাত্র বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে। অর্থাৎ অক্সিজেন প্রস্তুতির এই বিক্রিয়ায় ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড অনুঘটক রূপে কাজ করে ।

বিক্রিয়ার সমীকরণ :

 \sf{2KClO_3(s) \to \:  2KCl (s) +3O_2(g)}

Similar questions