আয়োনাইজেশন শক্তি কী ?
Anwers me
Answers
Answered by
1
Answer:
আয়নীকরণ শক্তি (ইংরেজি: Ionization energy) বা আয়নীকরণ বিভব হলো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন অসীম দূরত্বে অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তার পরিমাণ |
Explanation:
Hope it may help you..
Answered by
0
Answer:
সকল পরমাণুই সাধারন অবস্থায় তড়িৎ নিরপেক্ষ অবস্থায় থাকতে চায়। এদের আয়নিত করতে, অর্থাৎ তাদের সাথে ইলেক্ট্রন যোগ করতে বা বের করে আনতে তাদের জোর করতে হয়। এই জোর করার জন্য প্রয়োজনীয় শক্তিকেই আয়নিকরন শক্তি বলে। ইলেকট্রন বের করে আনতে চাইলে, বা ধনাত্মক আয়নে আয়নিত করতে চাইলে শক্তি প্রদান করতে হয় (তাপহারী প্রক্রিয়া), আর ইলেকট্রন যোগ করতে চাইলে, বা ঋণাত্মক আয়নে পরিণত করতে চাইলে শক্তি বের করে নিতে হয় (তাপ উৎপাদি প্রক্রিয়া)।
Similar questions