@ কোনো তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে বিভব X ভোল্ট বলতে কী বোঝায়
Answers
Answered by
24
উত্তর:-
তড়িৎ ক্ষেত্র বলতে বোঝায় কোনো আধানে তার চার পাশে যত টা অঞ্চল জুড়ে আধারের প্রভাব অনুভব করা যায় তাকেই তড়িৎ ক্ষেত্র বলে ওই আধান টির।
অসীম দূরত্বে বিভব শূন্য ধরা হয়। কোনো তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে বিভব x ভোল্ট বলতে বোঝায় অসীম দূরত্ব থেকে এক অাধান ধনাত্মক অাধান কে যে কোনো একটু বিন্দু তে অানার যে কাজ করতে হয় অর্থাৎ x জুল কাজ করাকে বোঝায়।
Answered by
34
তড়িৎবিভব
- সংজ্ঞা : অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় , তড়িৎক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎবিভব বলে।
- মনেকরি , তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব V । সুতরাং অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে ওই বিন্দুতে আনতে কৃতকার্য = V ।
- যদি তড়িৎবিভবের একক ভোল্ট, আধানের একক কুলম্ব হয় তবে কার্যের একক হবে জুল।
প্রশ্ন : কোনো তড়িৎক্ষেত্রের একটি বিন্দুতে বিভব X ভোল্ট বলতে কী বোঝায় ?
উত্তর :
- কোনো তড়িৎক্ষেত্রের একটি বিন্দুতে বিভব X ভোল্ট বলতে বোঝায় যে , ওই তড়িৎক্ষেত্রের ওই বিন্দুতে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে আনতে কৃতকার্য = X জুল।
Similar questions