Computer Science, asked by amalbinu7901, 11 months ago

Autobiography of an mango tree in Bengali

Answers

Answered by ashwinianilwaghmare7
1

Answer:

mango is my favorite I like mango in Bengal there were many trees

Answered by Anonymous
2

আম গাছের আত্মজীবনী :

___________________

• ভূমিকা : আমি একটি অতি সাধারণ প্রৌঢ় আম গাছ এবং আমার এই দীর্ঘ জীবনের নির্বাক অভিজ্ঞতাকে লিখিত শব্দে রূপান্তর করার জন্য আজ এই আত্মজীবনী রচনা করা হলো।

• জন্ম : যতদূর মনে পড়ে, আমার জন্ম হয়েছিল খুবই তাচ্ছিল্যের কারণে। এক বালক অনেককাল আগে একটি আম খেয়ে,আমের আঁটিটাকে ফেলে দিয়েছিলো এক মাঠের ধারে।সেই ফেলে দেওয়া আঁটিতে জল,মাটি,রোদ লেগে কালক্রমে জন্ম হয় আমার এবং তবে থেকেই আমার জীবন অতিবাহিত হয়েছে মাঠের এই ধারে।

• জীবনকাল : আমার জীবনে যদিও খুব একটা উল্লেখযোগ্য কিছু ঘটেনি তাও কয়েকটি ঘটনা আজ না বলে পারছি না।যখন আমি সবে একটি চারাগাছ ছিলাম এবং আমার এই বৃক্ষ রুপ প্রকাশ পায়নি,তখন একটি ছাগল মাঠ চড়তে এসে আমায় মুড়িয়ে প্রায় খেয়েই ফেলেছিলো। কিন্তু ভগবানের অসীম কৃপায় সেই যাত্রায় আমি কোনোক্রমে বেঁচে গেছিলাম এবং তারপর আমি নির্বিঘ্নে ধীরে ধীরে বড় হয়ে উঠেছিলাম আর পেয়েছিলাম আমার এই বৃক্ষ রূপ।আমার যৌবনে প্রায় পুরোটাই আমার ডালে ডালে ধরতো অসংখ্য আম এবং সেই আম কুড়োতে আসতো প্রচুর লোক।তবে এখন বয়সের জন্য আমার ডালে আর প্রায় আম ধরে না বললেই চলে তাই আমার কাছে লোকজনের আনাগোনাও অনেক কমে গেছে আগের থেকে।

• উপসংহার : আজ আর আমি ফলদায়ক নই,জীবনের এই ধাপে এসে আমি জীবনের উত্থান এবং পতন উভয় সম্পর্কেউ অবগত হয়েছি।জানিনা আর কতদিন বাঁচব ঝড়ের হাত থেকে কিংবা কাঠুরিয়াদের হাত থেকে,তবে এতদিনে যতটুকু অভিজ্ঞতা আমি সঞ্চয় করতে পেরেছি তা লিখে গেলাম আমার এই আত্মজীবনীতে।

Similar questions