English, asked by pitambarpaik1438, 9 months ago

B.
(a) মূলদ সংখ্যা
(i) অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা
(b) অমূলদ সংখ্যা
(ii) বাস্তব সংখ্যা নয়
(iii) সসীম দশমিক সংখ্যা বা আবৃত্ত দশমিক সংখ্যা​

Answers

Answered by Swarup1998
12

উত্তর :

  • (a) মূলদ সংখ্যা --- (iii) সসীম দশমিক সংখ্যা বা আবৃত্ত দশমিক সংখ্যা

  • (b) অমূলদ সংখ্যা --- (i) অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা

আরো কিছু তথ্য :

  • মূলদ সংখ্যা - যে-সব সংখ্যাকে দুটি অখন্ড সংখ্যার অনুপাত, অর্থাৎ a/b (যেখানে a ও b উভয়ই অখন্ড সংখ্যা এবং b ≠ 0) আকারে প্রকাশ করা যায়, তাদেরকে মূলদ সংখ্যা বলে। যেমন 3/4, 5/6, 6/2, ইত্যাদি।

  • অমূলদ সংখ্যা - যে-সব সংখ্যাকে দুটি অখন্ড সংখ্যার অনুপাত, অর্থাৎ a/b (যেখানে a ও b উভয়ই অখন্ড সংখ্যা এবং b ≠ 0) আকারে প্রকাশ করা যায় না, তাদেরকে অমূলদ সংখ্যা বলে। যেমন √2, √3, √5, ইত্যাদি।

  • এটা মনে রাখতে হবে যে, মূলদ ও অমূলদ উভয় প্রকারের সংখ্যাই হল বাস্তব সংখ্যা
Similar questions