Physics, asked by am9421603, 3 months ago

(b) ন্যাপথালিন ও সােডিয়াম ক্লোরাইডের দুটি ধর্মের পার্থক্য লেখাে।
STO​

Answers

Answered by veerajagarwal
17

Answer:

ন্যাপথালিন একটি রাসায়নিক পদার্থ। দশটি কার্বন পরমাণুর সাথে আটটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে ন্যাপথালিন অণু গঠিত হয়। ন্যাফথ্যালিনের রাসায়নিক সংকেত C10H8। এটি একটি উর্ধ্বপাতিত পদার্থ । এটা সরলতম পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এটা সাদা দানাদার স্ফটিক এবং উগ্র গন্ধযুক্ত। কয়েকটি বেনজিন চক্র পরস্পর যুক্ত হয়ে ন্যাফথ্যালিন গঠন করে বলে একে পলিসাইক্লিক যৌগ বলা হয়। একদা পতঙ্গ গোলা বা মথ বল হিসেবে এটি বহুল ব্যবহৃত হত।[১০]

ন্যাপথালিন

Similar questions