History, asked by Justin7623, 1 month ago

Bangla bhasay prathom boi kothay chapa hoy?

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
0

● বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় সেই বইটির নাম ছিল "কৃপার শাস্ত্রের অর্থভেদ" – শিষ্য গুরুর বিচার

পৃষ্ঠা সংখ্যা - ৩৯১

● লেখক ছিলেন মনোএল দা আসসুম্পসাউ (Manuel da Assumpção),

প্রকাশিত হয় ১৭৪৩ (১১৫০ বঙ্গাব্দ) সালে ।

তবে ভাষাটি বাংলা হলেও বইটির হরফ ছিল রোমান। অর্থাৎ আমরা যেমন বাংলা ইংরেজি হরফে লিখে থাকি কম্পিউটার অথবা ফোনে, তেমনই । (ছবি সাথে দেওয়া হলো)

প্রকাশিত হয়েছিল পর্তুগীজ রাজধানি লিসবনে

Attachments:
Similar questions