India Languages, asked by sarkarmdnaim78, 16 days ago

‘ছন্দহীন বুনাে চালতার’ – ‘বুনাে চালতা’কে ছন্দহীন বলা হয়েছে কেন?

Bangla Class 8​

Answers

Answered by Manjula29
26

উক্ত অংশটি কবি জীবনানন্দ দাশ এর লেখা“পাড়াগাঁর দু পহর ভালােবাসি" কবিতা থেকে নেওয়া হয়েছে।

এই কবিতায় কবি তাঁর পাড়াগাঁর দুপুর বেলার প্রকৃতির কিছুটা ছবি বর্ণনা করেছেন।। জলসিঁড়ি নদীর পাশে বহুদিন ধরে নুয়ে আছে গ্রামের বুনো চালতা গাছটি।কবির যেন মনে হল কোন রকম পরিকল্পনা ছাড়াই সেটি সেখানে অবস্থান করছে। কেউ তার যত্ন নেয়নি বা এখনও নেয় না। অবহেলা সয়েই সে বিস্তার করেছে তার শাখাপ্রশাখা। নিজের মতো করেই চালতা অবস্থান করছে বলে তাই সে এলোমেলো তথা ‘ছন্দহীন’।

Similar questions