History, asked by soponsen16, 5 months ago

banglar nobojagoron o totkalin shomaj babosther poriborton protinidhittokari bivinno baktir guruttopurno obodan bornona koro

Answers

Answered by anisha5952
0

Answer:

বাংলার নবজাগরণ বলতে বোঝায় ব্রিটিশ রাজত্বের সময় অবিভক্ত ভারতের বাংলা অঞ্চলে ঊনবিংশ ও বিংশ শতকে সমাজ সংস্কার আন্দোলনের জোয়ার ও বহু কৃতি মনীষীর আবির্ভাবকে।

বাংলার নবজাগরণ ও তৎকালীন সমাজ ব্যবস্থার পরিবর্তনের প্রতিনিধিত্বকারী বিভিন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ অবদান: বাংলার নবজাগরণ বলতে বোঝায় ব্রিটিশ রাজত্বের সময় অবিভক্ত ভারতে বাংলা অঞ্চলে ঊনবিংশ ও বিংশ শতকে সমাজ সংস্কার আন্দোলনের জোয়ার ও বহু কৃতি মনীষীদের আবির্ভাব কে। বাংলার নবজাগরণ ও তৎকালীন সমাজ ব্যবস্থার পরিবর্তনের প্রতিনিধিত্বকারী বিভিন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে;

বাংলার নবজাগরণ ও তৎকালীন সমাজ ব্যবস্থার পরিবর্তন এর বিভিন্ন ব্যক্তি গুরুত্বপূর্ণ অবদান সংক্ষেপে বর্ণনা করা হলো:

১. ওয়ারেন হেস্টিংস:

তিনি ১৭৮১ সালে কলকাতার মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং এতে মুসলিমদের চাকরির সুযোগ সৃষ্টি করে।পরবর্তীতে হিন্দু সম্প্রদায়ের জন্য ১৭৯১ সালে প্রতিষ্ঠা করেন সংস্কৃত কলেজ। এদেশে এসময় জ্ঞানচর্চায় সীমিত কিন্তু কার্যকর জোয়ার সৃষ্টি হয়।

২. স্যার উইলিয়াম কেরি:

ইংরেজি মিশনারি স্যার উইলিয়াম কেরি তিনি বাংলার ব্যাকরণ রচনা, মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্র প্রকাশ, স্কুল টেক্সট বোর্ড গঠনসহ গুরুত্বপূর্ণ কাজের পথ প্রদর্শন করেছিলেন।এরই ধারাবাহিকতায় ইংরেজরা উচ্চশিক্ষার জন্য সারাদেশে স্কুল প্রতিষ্ঠার পাশাপাশি কিছু কলেজ স্থাপন করে।

৩. রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও অন্যান্য মনীষীদের অবদান:

রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ পরিবর্তনে হাত দেন। জিরা জিও, বিদ্যাসাগর প্রমুখ অবাধে মুক্তমনে জ্ঞান চর্চার ধারা তৈরি করে।

আবার বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন ও রবীন্দ্রনাথের হাতে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটে।

বাংলা সাহিত্যে মীর মশাররফ হোসেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলামের অবদান ও ব্যাপক...

Similar questions