Bengali essay on a short trip in summer
Answers
Answer:
. . . . . . . . . . ..
. .
.
.
.
.
.
..
.
.
.
..
.
.
.
.
.
.
.
.... if it is not able to be seen it is not my problem it is ur phone problem get it repaired
গ্রীষ্মকালীন একটি ছোট ভ্রমণ :
______________________
• ভূমিকা : গ্রীষ্মের দাবদাহ থেকে মানুষকে খানিকটা মুক্তি দেওয়ার জন্যই বিভিন্ন স্কুল এবং কলেজে গ্রীষ্মকালীন ছুটির ব্যবস্থা করা হয়ে থাকে।সেরকমই গতবছর আমার স্কুলের গ্রীষ্মকালীন ছুটির সময়ে একটি ছোট ভ্রমণের অভিজ্ঞতাকে লিখিত শব্দে রূপান্তরিত করার জন্য প্রবন্ধ রচনা করা হলো।
• ভ্রমণ পরিকল্পনা : স্কুলে গ্রীষ্মকালীন ছুটি পড়ার সঙ্গে সঙ্গেই,বাড়িতে ভ্রমণের পরিকল্পনা তৈরি হতে শুরু হয়ে গেছিল । শেষমেষ ঠিক করা হয়েছিলো যে তিনদিনের দার্জিলিং সফরে যাওয়া হবে।পরিকল্পনা হওয়ার পর থেকেই ট্রেন বুকিং থেকে শুরু করে হোটেল বুকিংয়ের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করতে শুরু করে দেওয়া হয়েছিল।
• ভ্রমণ বিবরণ : পূর্বপরিকল্পিত পরিকল্পনায় সম্বল করে নির্ধারিত দিনে আমি এবং আমার বাবা-মা তিনজন মিলে ট্রেন সফরে রওনা হয়েছিলাম দার্জিলিং-এর উদ্দেশ্যে। সেখানে পৌছে আর পাঁচজন বাঙালি ভ্রমণকারীর মতোনই ম্যাল,টাইগার হিল,চা বাগান,এবং আরো অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন করেছিলাম ওই তিনদিনে।অবশেষে তিন দিন সমাপ্ত হয়ে যাবার পর একরাশ স্মৃতি মনে করে নিয়ে অনেকটা দুঃখ মনে আবার ফিরতি ট্রেন সফরে কলকাতায় ফিরেছিলাম।
• উপসংহার : একঘেয়ে জীবন থেকে মুক্তি পাবার একমাত্র অব্যর্থ চাবিকাঠি হলো ভ্রমণ তাই আমাদের সকলেরই উচিত বিভিন্ন ছুটির অবকাশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করে আসা।