Bengali essay on Rabindra math tagore
Answers
Answer:
you mean ravindranath Tagore?
রবীন্দ্রনাথের উদ্দেশ্য শরৎচন্দ্র লিখেছিলেন, “কবিগুরু তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই।” রবীন্দ্র-প্রতিভা বঙ্গে এক পরম বিস্ময়। রবীন্দ্রনাথ ঠাকুর মহাপুরুষ ছিলেন না, কিন্তু তাঁর উপলব্ধিতে মহাপুরুষদের উপলব্ধিরই অনুসরণ লক্ষিত। কবিগুরুর মতো লোকোত্তর প্রতিভা রঙ-রসের টোপ ফেলে আমাদের চঞ্চল ও বিক্ষিপ্ত মনকে শান্ত ও সংহত করায় সিদ্ধকাম। তাঁর মতো মহান ব্যক্তিত্বকে স্মরণ করলে প্রাপ্তি মানবজাতিরই।
বিশ্বকবি রবীন্দ্রনাথ প্রথম ভারতীয় যিনি নোবেল পুরষ্কার (১৯১৩) পান।
পারিবারিক প্রেক্ষাপট
কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে এই মহান ব্যক্তিত্বের জন্ম ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ই মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ)। জোড়াসাঁকো সেইসময়ে “ব্ল্যাক টাউন” অর্থাৎ বাঙালি অধ্যুষিত নগরাঞ্চল নামে পরিচিত। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী-র কনিষ্ঠ সন্তান হলেন রবীন্দ্রনাথ। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সম্পর্কে তাঁর পিতামহ। পিতা দেবেন্দ্রনাথ ছিলেন সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় প্রবর্তিত ব্রাহ্মধর্মের প্রধান সংগঠক ও অনুশাসনকর্তা।