History, asked by harutodrago1443, 1 year ago

Bengali languageEssay on Oil Conservation towards Healthy and Better Environment in 700 words

Answers

Answered by Anonymous
1

আমাদের বেঁচে থাকার জন্য জরুরী বিভিন্নরকমের প্রাকৃতিক রসদ,যার পরিমাণ প্রকৃতিকে অফুরন্ত নয়।

সেরমই,একটি অন্যতম প্রয়োজনীয় রসদ হলো খনিজ তৈল,যার পরিমাণও প্রকৃতিতে অফুরন্ত নয়।

খনিজ তৈল একটি অত্যন্ত প্রয়োজনীয় রসদ কারণ,

১) তাপশক্তি উৎপাদনে কাজে লাগে।

২) যানবাহন এবং অন্যান্য যন্ত্রপাতি চালনায় কাজে লাগে।

উপরিউক্ত কারণের জন্য খনিজতৈল আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ এবং যথেচ্ছ পরিমাণে ব্যবহারের জন্য এই মূল্যবান সম্পদ ধীরেধীরে বিলুপ্তির পথে অগ্রসর হচ্ছে।

আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জ্বালানী সংকটের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের সকলকেই খনিজতৈল সংরক্ষণের জন্য সচেষ্ট হতে হবে।

খনিজতৈল সংরক্ষণের কিছু উপায়:

১) জ্বালানী সাশ্রয়ী উপকরণ ব্যবহার করা।

২) জ্বালানী পরিচালিত যানবাহনে যথাসাধ্য কম ব্যবহার করা অথবা সঠিকভাবে ব্যবহার করা,যেমন ট্রাফিকজ্যামে আটকে পড়লে ইঞ্জিন বন্ধ করে দেওয়া, ইত্যাদি।

Similar questions