Bengali Paragraph fifa world cup 2018
Answers
Answered by
3
i dont know bengali so how i write
Answered by
8
২০১৮ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ ছিল একুশতম ফিফা ওয়ার্ল্ড কাপ। এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টটি চার বছর পরপর অনুষ্ঠিত হয়। ২০১৮ সালের ১৪ই জুন থেকে ১৫ই জুলাই পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল রাশিয়ায়। এটি ছিল পূর্ব ইউরোপে অনুষ্ঠিত প্রথম এবং ইউরোপে অনুষ্ঠিত একাদশতম ওয়ার্ল্ড কাপ। ৩২টি দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল মস্কো শহরে। প্রথম স্থান দখল করে জয়ী হয়েছে ফ্রান্স। ফ্রান্সের এটি দ্বিতীয়বার জয়। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থান দখল করেছে যথাক্রমে ক্রোয়েশিয়া, বেলজিয়াম ও ইংল্যান্ড। সর্বোচ্চ স্কোর করেছেন হ্যারি কেন (৬টি গোল)। শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন লুকা মড্রিক এবং শ্রেষ্ঠ গোলকিপারের খেতাব জিতেছেন থিবাউট কোর্টইস।
Similar questions