India Languages, asked by ayand1589, 10 hours ago

তপন,হরিদা,অপূর্ব এই তিনটি চরিত্রের মধ্যে কোনটি ভালো লেগেছে এবং কেন ---bengali project class 10​

Answers

Answered by Hajshsjja
0

Answer:

Ami ki bolbo bolo aita tomake nije korte hobe

Answered by Manjula29
0

তপন, হরিদা, অপূর্ব এই তিনটি চরিত্রের মধ্যে আমার হরিদার চরিত্র ভাল লেগেছে,  সুবোধ ঘোষের লেখা 'বহুরূপী' গল্পের হরিদা বাংলা গল্পসাহিত্যের একটি উজ্জ্বল চরিত্র।  

হরিদা মানুষটি প্রকৃত অর্থেই একজন শিল্পী। তিনি তাঁর শিল্পকে ভালোবাসেন।সেই সময়কার ভদ্রলোকের সমাজে হরিদার শিল্পের তত কদর হয়তো নেই, তাও হরিদা তাঁর বহুরূপীর ছদ্মবেশ ধারণে যে শিল্পকুশলতার পরিচয় দিয়েছেন তা প্রশংসনীয়।   হরিদা মূূূলত বাউন্ডুলে ধরনের মানুষ। বাধা ধরা নিয়মের কাজ করে অর্থ উপার্জন করতে তিনি চান না, তিনি দারিদ্র্য সহ্য করেছেন কিন্তু স্বাধীনতা খোয়াতে রাজি হননি। পাড়ায় পাড়ায় বহুরূপী সেজে মানুষকে বোকা বানিয়েই তিনি আনন্দ পান। নিজের প্রতিভার‌ও পরিচয় দেন।  হরিদা চরিত্রের সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য তাঁর সততা। বিশেষত নিজের কাজের প্রতি তিনি চূড়ান্ত সততার নজির রেখেছেন। জগদীশবাবু তাঁকে একশো টাকা দিতে চাইলে তিনি সেটা নিতে অস্বীকার করেছে। হরিদার বহুরূপী সাজগুলির মধ্যে রসবোধের পরিচয় পাওয়া যায়। পুলিশ সেজে ঘুষ নেওয়া বা বাইজি সেজে শহরের রাস্তায় হেঁটে বেড়ানোর দৃশ্যগুলি হরিদাকে যেন এক ভিন্ন চেহারায় আমাদের কাছে উপস্থিত করে।  

দারিদ্রতার মধ্যে জীবন যাপন করতে হত, তাও  হরিদা চরিত্রের সদাপ্রসন্ন মূর্তিটি উজ্জ্বল হয়ে জেগে থাকে। ভাতের হাঁড়িতে শুধু জল ফুটলেও হরিদার মনে বিকার নেই। নিজের দারিদ্র্যকে তিনি যেন ওই হাঁড়ির ভিতরেই ঢাকনা দিয়ে বন্ধ রাখেন, বাইরের কাউকেই জানতে  দেন না। তার বদলে আড্ডা আর মজলিশে বসে মজা করতেই ভালবাসতেন।

Similar questions