Bengali Rochona on শিক্ষা: মানুষের মৌলিক অধিকার।
Please answer frndz.
Answers
ভূমিকা : শিক্ষা মানুষের জীবনের চলার পথের সঙ্গী। শিক্ষা ছাড়া মানুষের জীবন অচল। শিক্ষা মানুষকে সর্ব পথে চলার উপায় বলে দেয়।
শিক্ষাই হল জীবনের অর্থ
শিক্ষা ছাড়া জীবন ব্যর্থ।
প্রাচীনকালের শিক্ষা : প্রাচীনকালে মানুষের মধ্যে ধারণা ছিল যে ব্রাহ্মণরাই লেখাপড়ায় শ্রেষ্ঠ।যার ফলে ব্রাহ্মণরা নিজেদের ইচ্ছেমতো অর্থাৎ যাতে মানুষের কষ্ট হয় সেরকম কাজ করত। তখন শুধু ছেলেরাই পড়াশোনা করতে পারত।মেয়েদের লেখাপড়ার কোনো অধিকার ছিল না।পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় মেয়েরা লেখাপড়া করার সুযোগ পায়।
এখনকার শিক্ষা : যথাযথ শিক্ষা পেয়ে এখনকার মানুষেরা নিজের পায়ে দাঁড়িয়েছে। মেয়েরাও উঁচু পদে নিযুক্ত হচ্ছে।
মেয়েদের শিক্ষায় সুযোগ-সুবিধা:মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্যোগে মেয়েদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর জন্য কন্যাশ্রী প্রকল্প,সবুজ সাথী প্রকল্প ইত্যাদি চালু হয়েছে। গরীব মানুষদের জন্যও তিনি নানা প্রকল্প সৃষ্টি করেছেন।
ব্যতিক্রম :কিন্তু এখনো অনেক মানুষ শিক্ষার আলো দেখেননি।তাদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়াই আমাদের কর্তব্য।তারা যাতে ভাল ভাবে শিক্ষা গ্রহণ করতে পারে তা আমাদের দেখতে হবে।
উপসংহার :শিক্ষা মানুষের মৌলিক অধিকার।তাই প্রত্যেক মানুষের শিক্ষা গ্রহণ করা দরকার।