History, asked by biswajitmo9382, 1 month ago

Bishnupur R. M., High School মডেল অ্যাক্টিভিটি টাস্ক -2021 (New) বাংলা পঞ্চম শ্রেণি ১. একটি বাকো উত্তর ও ১.১ ‘আয়রে ছুটে ছােউরা- ছােটোদের কেন ছুটে আসতে হবে? ১.২. আমাদের জোয়ানদের একটী ঘাঁটি ছিল।'—জোয়ানদের ঘাঁটিটি কোথায় ছিল? ১.৩ দারােগাবাবু এবং হাবু কবিতার মেজর পােয্য কারা ? ১.5 ‘উলগুলান’কাদের লড়াই? ১.৫ ‘পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় কবিসভা বসবে? ১.৬ ‘তাই বুঝি বিমলার কমে গেছে দাম-ই-বিমলার কেন মনে হয়েছে যে তার দাম কমে গেছে? ১৭ ও বেন দিনের বেলাকার রাত্তির...-- কোন্ সময়টিকে লেখক ‘দিনের বেলাকার রাত্তির’ বলেছেন?​

Answers

Answered by baraitania920
105

Answer:

১। গল্প শোনার জন্য ছোটদের ছুটে আসতে হবে।

2। লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘটি ছিলো।

3। মেজদার আট টি কুকুর পোষা।

4। সাঁওতাল ও মুন্ডাদের লড়াই উলগুলান।

5। লালদীঘির পারে বসবে।

6। কারণ খাবার বেলায় সে কম পেত তাই।

7। দুপুর বেলা কে লেখক দিনের বেলা কার রাত্তির বলেছেন।

Answered by arpitadutta546
12

Answer:

খুব ভালো ছিল। আমি খুব সাহায্য পেয়েছি এই অ্যাপ টা থেকে ধন্য বাদ ব্র্যেইনলি।

Similar questions