Computer Science, asked by somarout2002, 6 months ago

কম্পিউটার সহযোগী নির্দেশনা পদ্ধতি bolte ki bojho

Answers

Answered by saniyamallick140
1

Answer:

আধুনিক সময়ে বিজ্ঞান ও প্রযুক্তির উল্লেখযোগ্য আবিষ্কার Computer পদ্ধতিকে কার্যকরী রূপ দিতে কম্পিউটার সহযােগী নির্দেশনা (CAI/Computer Assisted Instruction) আরম্ভ হয়। কম্পিউটারের মাধ্যমে শিক্ষার্থীর শিখনের জন্য বা শিখনের পরবর্তী সময়ের অভিজ্ঞতা দীর্ঘস্থায়ী করতে এবং অনুশীলনের সুযােগ দিতে যে ভূমিকা গ্রহণ করে, তাকে বলে কম্পিউটার সহযােগী নির্দেশনা বা CAL।

কম্পিউটার সহযােগী নির্দেশনার সুবিধা:

(১) দ্রুত ফিডব্যাক : কম্পিউটার সহযােগী নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থী তার ক্রিয়া-প্রতিক্রিয়ার দ্রুত ফিডব্যাক লাভ করতে পারে।

(২) সক্রিয়ভাবে অংশগ্রহণ : দুর্বল শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে এবং নিজস্ব অগ্রগতি অনুযায়ী এগােতে পারে।

(৩) অবিরাম প্রতিক্রিয়া : নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক শিক্ষার্থী অবিরাম প্রতিক্রিয়া করতে পারে।

(৪) শিক্ষণীয় বিষয়বস্তু খন্ডীকরণ : প্রােগ্রাম শিখন অনুযায়ী শিক্ষণীয় বিষয়বস্তুকে ছােটো ছােটো অংশে ভেঙে পাঠ দেওয়ার ফলে শিক্ষার্থীদের বিশেষ সুবিধা হয়।

(৫) নিজের অগ্রগতি সম্পর্কে অবগত হওয়া : কম্পিউটার সহযােগী নির্দেশনার মাধ্যমে পাঠ গ্রহণের ফলে শিক্ষার্থী নিজের অগ্রগতি সম্পর্কে জানতে পারে।

Explanation:

please make me Brainlist

Similar questions