Math, asked by mondakrimi2001, 6 months ago

borgokhetrer porisima =??​

Answers

Answered by smita75
2

Answer:

বর্গের চার বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে বর্গের পরিসীমা বলে। বর্গের বাহুর সংখ্যা চার এবং বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান। ফলে, বর্গক্ষেত্র হলো চার বাহুবিশিষ্ট একটি সুষম বহুভুজ যার প্রত্যেকটি কোণ এক সমকোণ। তাই একটি বাহুর দৈর্ঘ্যকে চার দ্বারা গুণ করলে বর্গের পরিসীমা পাওয়া যায়। অন্যভাবে বললে, বর্গক্ষেত্রের বাহুগুলোর যোগফলকে বর্গক্ষেত্রের পরিসীমা বলে।

Similar questions