কেউ কি মহালয়ার আসল মানে জানে?
যে ঠিক উত্তর দেবে, তার উত্তর কে আমি brainliest করবো
Answers
Answer:
মহালয়া দুর্গাপূজা উত্সবের সূচনা করে।
মহালয়া হ'ল সেই দিনটি যখন বিশ্বাস করা হয় যে দেবী দুর্গার পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল। বাঙালিরা traditionতিহ্যগতভাবে দেবী মাহাত্ম্য (চণ্ডী) ধর্মগ্রন্থ থেকে স্তব পাঠ করতে মহালায় খুব সকালে ঘুম থেকে ওঠে।
PLEASE MARK ME AS THE BRAINLIEST ;)
মহালয়া = মহা + আলয়া
মহালয়া, অর্থ অনুযায়ী, কোনো দিন, খণ, তিথি, অথবা সময় নয়। মহালয়া সেই স্থানটিকে বোঝায়, যা পৃথিবী (মর্ত লোক) ও স্বর্গ (স্বর্গ লোক) এর মাঝামাঝি স্থিত। হিন্দু mythology অনুযায়ী, সকল বংশের শেষ তিন পুরুষ (প্রজন্ম অথবা generation) যাঁরা মারা গিয়েছেন, তাঁরা এই মহালয়ায় (মাঝের স্থানটিতে) থাকেন। মনে করে হয়, প্রতি বছর, পিতৃ মোক্ষ অমাবশ্যার দিন (যেটাকে আমরা মহালয়া র দিন মনে করি ), সেই তিন পুরুষেরা পৃথিবীর সব ছেয়ে নিকট থাকে, তাঁদেরকে সেদিন তর্পণ করে কিছু দান করলে, তাঁরা সেটা গ্রহণ করেন। আর, এছাড়া পিতৃ মোক্ষ অমাবশ্যার দিন থেকে কোজাগরী পূর্ণিমার দিন (যেদিন লক্ষী পুজো হয়), এই সময় টিকে মাতৃ পক্ষ অথবা দেবী পক্ষ বলা হয়। মনে করা হয়, এই দেবী পক্ষের সময় মা দুর্গা অসুর দের বিনাশ করেছিলেন। এবং, সে জন্য ই দেবী পক্ষের পঞ্চমী থেকে দশমীর দিন পর্যন্ত আমরা সগৌরবে দুর্গা পুজো করি।
।। জয় মা দুর্গা ।।
সকলকে জানাই শুভ শারদিয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।।
Hope it helps you.
Please mark it as Brainliest for the sake of Goddess Durga.