History, asked by shalinibiswas50642, 6 days ago

C তৃতীয় অধ্যায় : ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : 1. সেন্ট জর্জ দুর্গ দেখা যায়— (a) বাংলা (b) মাদ্রাজ (c 2. ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন-


Answers

Answered by Anonymous
0

প্রদত্ত প্রশ্নগুলির উত্তর লো নিম্নরুপ -

  • সেন্ট জর্জ দুর্গ দেখা যায় মাদ্রাজে। এই দুর্গ সতেরশো শতকে ইংরেজ শাসকদের দ্বারা নির্মিত হয়েছিলো এবং এই দুর্গ ভারতের প্রথম ইংরেজী দুর্গ বন্দোবস্ত হিসেবেও পরিচিত। বর্তমানে এই দুর্গ চেন্নাই শহরে অবস্থিত এবং এটি সরকারি কাজে ব্যবহার করা হয়ে থাকে।
  • ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলী। এই কলেজ ১৮০০ সালে, কলকাতায় প্রতিষ্ঠিত হয়। এই কলেজ প্রতিষ্ঠার প্রধান কারণ ছিলো ইংরেজ আধিকারিকদের ভারতীয় ভাষা সম্পর্কে শিক্ষাদান করা যাতে, এইদেশের কাজকর্ম ইংরেজ আধিকারিকরা সহজেই নির্বাহ করতে পারে।
Similar questions