India Languages, asked by anoushkamajumdar12, 11 hours ago

can anyone explain me "সন্ধি" and all of its types
(it's a bengali question)​

Answers

Answered by Anonymous
1

Your answer!!

সন্ধি বাংলা ব্যাকরণে শব্দগঠনের একটি মাধ্যম। এর অর্থ মিলন। সন্নিহিত দুটি ধ্বনি মিলিয়ে একটি ধ্বনিতে পরিণত হওয়াকে বা পরস্পর সন্নিহিত দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধি‬ বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ব অংশে আলোচিত হয়।

সন্ধি প্রধানত দুই প্রকার:-

  • স্বরসন্ধি - স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে। স্বরে স্বরে সন্ধিই স্বরসন্ধি।
  • ব্যঞ্জনধ্বনির - ব্যঞ্জনধ্বনির আগে বা পরে স্বর অথবা ব্যঞ্জন যে কোন ধ্বনি যুক্ত হয়ে যে সন্ধি সাধিত হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।

_______________________

Similar questions