can anyone explain me "সন্ধি" and all of its types
(it's a bengali question)
Answers
Answered by
1
Your answer!!
সন্ধি বাংলা ব্যাকরণে শব্দগঠনের একটি মাধ্যম। এর অর্থ মিলন। সন্নিহিত দুটি ধ্বনি মিলিয়ে একটি ধ্বনিতে পরিণত হওয়াকে বা পরস্পর সন্নিহিত দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধি বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ব অংশে আলোচিত হয়।
সন্ধি প্রধানত দুই প্রকার:-
- স্বরসন্ধি - স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে। স্বরে স্বরে সন্ধিই স্বরসন্ধি।
- ব্যঞ্জনধ্বনির - ব্যঞ্জনধ্বনির আগে বা পরে স্বর অথবা ব্যঞ্জন যে কোন ধ্বনি যুক্ত হয়ে যে সন্ধি সাধিত হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
_______________________
Similar questions