নিম্নবর্গের ইতিহাসচর্চা প্রথাগত ইতিহাসচর্চা থেকে কতটা আলাদা বলে তুমি মনে করো class 11
Answers
Answered by
3
Explanation:
নিম্নবর্গের ইতিহাস বলতে সামরিক বাহিনীর নিম্নপদস্থ অফিসারদের বোঝাত। কিন্তু বর্তমানে নিম্নবর্গের ইতিহাস বলতে বোঝায়, সমাজের নীচু তলার মানুষের ইতিহাস। যেমন কৃষক, শ্রমিক, শহুরে জনতা এবং নিম্নবর্গের মহিলাদেরও। আর প্রথাগত ইতিহাস বলতে প্রাচীন যুগের সমাজ প্রচলিত রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও সাংবিধানিক বিষয়কে বোঝানো হয়। নিম্নবর্গের ইতিহাস হল প্রথাগত ইতিহাসের একটি অংশ।
Similar questions