Political Science, asked by spritam2423, 10 months ago

শিক্ষার অধিকার আইন ও তার বাস্তবায়ন ও স্কুল ছুটের সমস্যা​ class 11 project​

Answers

Answered by Anonymous
53

• শিক্ষার অধিকার আইন ও তার বাস্তবায়ন :

- আমাদের দেশের সংবিধান অনুসারে সমস্ত অপ্রাপ্তবয়স্ক ছাত্র এবং ছাত্রীদের বিনা খরচায় অথবা স্বল্প খরচে সরকারি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে।

- শিক্ষালাভের এই অধিকার কোনরকমের জাতি-ধর্ম-বর্ণ বিভেদ দ্বারা বিচ্ছিন্ন করা সম্ভবপর নয়।

- বর্তমানে শিক্ষা লাভের অধিকার আইন অনেকাংশেই বাস্তবায়ন করা সম্ভব হয়েছে । ফলস্বরূপ ভারতের অশিক্ষার হার অনেকাংশে কমেছে।

• স্কুল ছুটের সমস্যা :

- বর্তমানে শিক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান সমস্যা হলো স্কুল ছুটের সমস্যা।

- এই সমস্যার জন্য অনেক ছাত্র-ছাত্রী বিভিন্ন রকম দারিদ্র জনিত বা অন্যান্য সামাজিক কারণের জন্য শিক্ষালাভ সম্পূর্ণ করার আগেই দৈনন্দিন স্কুল জীবন থেকে বঞ্চিত হয়।

- এর ফলে অনেক মেধাবী ছাত্র-ছাত্রী স্কুলের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

Answered by sudipdas9832808455
1

Explanation:

শিক্ষার অধিকার আইন ও তার বাস্তবায়ন ও স্কুল ছুটের সমস্যা

Similar questions