class 6
subject: Bangla second paper.
নিচের প্রশ্ন টির উত্তর দাও:। রচনামূলক অংশ:
ক) মা-মরা মেয়ে মিনু । বাবা জন্মের আগেই মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দূরসম্পর্কের পিসিমার বাড়িতে। বয়স মাত্র দশ কিন্তু এ বয়সেই সব রকম কাজ করতে পারে সে। লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন। মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের। পেটতাতায় এমন সর্বগুনান্বিতা চব্বিশ ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তাঁর পক্ষে বোবা হওয়াতে আরও সুবিধা হয়েছে নীরবে কাজ করে। মিনু শুধু বোৰা নয়, কালাও অনেক চেঁচিয়ে বললে, তবে শুনতে পায়। সব কথা শোনার দরকার হয় না তার। ঠোটনাড়া আর মুখের ভাব দেখে সব বুঝতে পারে। এ ছাড়া তার আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে, সাধারনত বুদ্ধিতে যার মানে হয় না। মিনুর জগৎ চোখের জগৎ, দৃষ্টির ভেতর দিয়েই সৃষ্টিকে গ্রহন করেছে সে।
Answers
Answered by
7
I think it will help you ok.
Attachments:
Similar questions