History, asked by sekh50842, 7 months ago

Class - IX
Subject - Bengali
(প্রটি বিষয়ের ওর
F.M..20
সঠিক উত্তরটি নির্বাচন করাে ।
১.১ আবহমান শব্দটির অর্থ হল — ক) চির প্রচলিত (খ) ক্ষণস্থায়ী (গ) অন্যসময় (ঘ) চির অপ্রচলিত।
১.২ সরপুঁটি ছাড়া আর কোন মাছের মৃদু ঘ্রাণের কথা কবি বলেছেন ক) মৌরলা (খ) পুঁটি (গ) চাদা (ঘ) খােলসে।
১.৩ শ্রমিক শব্দটি হল ক) সমষ্টিবাচক বিশেষ্য (খ) সাধারণ বিশেষ্য (গ) ক্রিয়াবাচক বিশেষ্য (ঘ) গুণবাচক বিশেষ্য।
১,৪ চিঠিটা বড়াে শুষ্ক এবং প্রাণহীন - এই শুষ্ক প্রাণহীন চিঠির লেখক
এই শুষ্ক প্রাণহীন চিঠির লেখক – ক) মিস্টার স্টাডি (খ) মিস মুলার (গ) মি।
ম্যাকলাউড।
২) যেকোন চারটি প্রশ্নের উত্তর দাও ; (কমবেশি ২০টি শব্দে)
নব নব সৃষ্টি’ রচনাংশে কোন ভাষাকে লেখক বলেছেন আত্মনির্ভরশীল ভাষা নয়? ২২ রাধারানীর বয়স কত ?
মিশ্রশব্দের উদাহরণ দাও। ২.৪ তৎসম শব্দ কাকে বলে? উদাহরণ দাও। ২.৫ লাউফুল কখন দোলে ?
যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও : (কমবেশি ৬০টি শব্দে)
তাহারা দরিদ্র কিন্তু লােভী নয় তারা কারা? কেন বক্তা একথা বলেছেন?
৩.১
এখানে আমি বলতে কাকে বােঝানাে হয়েছে? কোন চেষ্টার ফ
চেষ্টার ফল আমি হয়ত দেখে যেতে পারব না​

Answers

Answered by dipsikhaRoy
2

Answer:

১.১ক)

১.২গ। ১.৩ক) ১.৪ক। ২) ২.১লেখক নব নব সৃষ্টি রচনাংশে বাংলা ভাষাকে আত্ম নির্ভরশীল ভাষা নয় বলেছেন। কারণ বাংলা ভাষা ইচ্ছা মতো অন্য শব্দ গ্রহণ করেছে এবং ভবিষ্যতে আরও গ্রহণ করবে।২. ২রাধা রাণীর বয়স দশ থেকে এগারো বছর। ২.৫ সন্ধ্যা বেলা শান্ত নদীর হাওয়া বয়ে যায়। তখন লাউ ফুল দোলে।

৩.১আমি বলতে কবির নিজেকে বুঝিয়েছেন। অনেক হিন্দি সাহিত্যিক হিন্দি ভাষা থেকে ফার্সি, আরবি, ইংরেজি ইত্যাদি ভাষা র শব্দ দুর করার চেষ্টা করছেন।কবি বলেছেন চেষ্টার ফল তিনি দেখে যেতে পারবেন না।

Explanation:

sorry ami tomar sob proshner dei ni.kintu egulo toma k sahajyo korbe.tumi chaile amake follow korte paro ami jor korbo na.

Similar questions