ঘর্ষণ বলের সুবিধা ও অসুবিধা লেখ।
Class VI
Answers
Answered by
5
Answer:
ঘর্ষণ বলের সুবিধা ও অসুবিধাগুলো হল ।
Explanation:
ঘর্ষণের অসুবিধা হলো:-
1) ঘর্ষণ গতির বিরুদ্ধে কাজ করে বলে ঘর্ষণ কে অতিক্রম করে গতি সৃষ্টি করতে হলে কাজ করতে হয়। ফলে আমাদের কষ্ট হয়।
(ii) যন্ত্রপাতির বিভিন্ন অংশগুলির মধ্যে ঘর্ষণ বল ক্রিয়া করে অংশগুলোকে ক্ষয় করে। ফলে যন্ত্রপাতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ।
ঘর্ষণের সুবিধা হলো:-
(i) ঘর্ষণের জন্য আমরা কোন বস্তুকে হাতে ধরে রাখতে পারি। ঘর্ষণ না থাকলে বস্তুটি হাত থেকে পিছলে পড়ে যেত।
(ii) ঘর্ষণ আছে বলে আমরা হাটতে পারি ,রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারে।
Similar questions