Class - VIII
অধ্যায় : চাপবলয় ও বায়ুপ্রবাহ
১. ক) শূন্যস্থানে সঠিক শব্দটি বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করাে :
i) সারাবছর প্রবল উষ্ণতাজনিত কারণে যে চাপবলয়টি গঠিত হয়েছে, সেটি হলাে
ii) স্থানীয়ভাবে বায়ুর চাপগত পার্থক্যের জন্য যে প্রবল শক্তিজনিত বায়ুপ্রবাহের সৃষ্টি হয়, তা হলাে
খ) বামদিকের স্তম্ভের শব্দগুচ্ছের সাথে ডানদিকের স্তম্ভের শব্দগুচ্ছকে মেলাও-
বামদিক
ডানদিক
i) অশ্ব অক্ষাংশ
a) রকি পার্বত্য অঞ্চল
ii) চিনুক
b) বৈপরীত্য উত্তাপ
iii) উপত্যকা বায়ু
c) গর্জনশীল চল্লিশা -
iv) পশ্চিমা বায়ু
d) কর্কটীয় শান্তবলয় ।
২. বায়ুচাপ বলয় বলতে কী বােঝায় ?
৩. প্রতীপ ঘূর্ণবত অঞ্চলে শান্ত আবহাওয়া বিরাজ করে কেন ?
৪. পৃথিবীর দুই মেরু অঞ্চলে উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ কী ?
৫. সমুদ্রবায়ু ও স্থলবায়ুর দুটি ছবি অঙ্কন করে বায়ুপ্রবাহের গতিপথ চিহ্নিত করাে।
Answers
Answered by
28
Answer:
স্থানীয়ভাবে বায়ুর চাপগত পার্থক্যের জন্য যে প্রবল শক্তিজনিত বায়ুপ্রবাহের সৃষ্টি হয়, তা হলাে
Similar questions