Conjugation |Tense-নির্ণয়ে সাধুভাষা সাহায্য করে | [ গতকাল সে এখানে আসিয়াছে। [2] আমি তােমার চিঠি কাল পেয়েছি (পাইয়াছি)। [3] ঘন্টা পড়িবার (ring) পূর্বে ছাত্ররা স্কুলে পৌঁছেছিল। [4] আমি প্রথমে সাপ দেখেছিলাম। [5] তারা শহরে বাস করে। [6] দু-বছর পরে আমরা পরীক্ষায় বসতে যাচ্ছি [7] পরীক্ষার ফল বার হয় নাই। (come out)। [4] আমি তােমার জন্য চিন্তা করিতে থাকিব। [9] অনেক ধরে বৃষ্টি হচ্ছে (হইতেছে)। [10] অসৎ লােক সুখী হয় না। [1] বৃদ্ধ আতে হাঁটিতেছেন। [12] তুমি যখন ছােটো ছিলে তখন কে প্রেসিডেন্ট ছিলেন? [13] ভাত খাইবার পর পরেশ শুতে গেল। [14] মেয়েটি সুন্দর ছবি আঁকে। [15] ২০০০ সাল থেকে সে গান শিখছে। [16] আমি আসিলাম, দেখিলাম ও জয় করিলাম (win)। [17] রাত্রে তারা গাড়ির মধ্যে অপেক্ষায় থাকিবে (wait)। [18] তিনি কালে ঘুমাইতেছিলেন। [19] আমি বাড়ি পৌহেবার পরে বৃষ্টি থামিয়াহিল। [20] আমি কাল এখানে আসিয়াছি। [21] ট্রেন ছাড়ার আগে আমরা তাস খেলিতেছিলাম। [22] তাহারা কাল নাটকটি করিতে থাকিবেন। [23] তুমি কি লেখা শেষ করে থাকবে ? [24] মেহেরা মাঠ খেলিতে থাকিবে। [25] তুমি কার কোথায় থাকবে ? [26] কে সকাল থেকে খেলছিল ? [27] তুমি কি আমার আসার আগে অঙ্ক করনি ? [24] তুমি অংকটি র নাই নে ? [29] ছেলেরা কি TV দেখিতেছে ? [30] আমরা দু ঘণ্টা ধরে অপেক্ষা করিতেছি। Bi| আগামী বছর আমি অবসর (retire) নিচ্ছি (লইতেছি)। [32] পৃথিবীতে মানুষ আসার আগে গাছ। এসেছিল। [33] অনেকক্ষণ ধরে ঝড় বহিতেছে। (blow). [34] বহু বছর ধরে নদী বহিয়া যায়। (flow). [35] গতকাল তুমি স্কুলে আসিয়াহ? [36] আমরা কি tense সঠিকভাবে শিখিনি? [37] শিশুটি অনেকক্ষণ ধরে কাদিতেছে। [3s| তুমি কি কখনও (ever) চাঁদ দেখেছ? [39] কাল কেন স্কুলে যাওনি? [40] তুমি কি অসুহ (ill) ছিলে ?
Answers
Answered by
1
Explanation:
গতকাল তুমি স্কুলে আসিয়াহ? [36] আমরা কি tense সঠিকভাবে শিখিনি?
Similar questions