covid 19 paragraph in bengali version
Answers
করোনা ভাইরাস/ কোভিড ১৯
ভূমিকা :করোনাভাইরাস বা কোভিড-১৯ একটি সংক্রামক অসুখ, এর উৎস নতুন এক জীবাণু। এখনও এর কোনও ওষুধ তৈরি হয়নি।
লক্ষণ: করোনাভাইরাসে আক্রান্ত হলে জ্বরের লক্ষণ দেখা যায়, যেমন সর্দি কাশি, জ্বর। অবস্থা খারাপ হলে শুরু হয় শ্বাসকষ্ট।
সংক্রমণের পদ্ধতি : করোনার জীবাণু ছড়ায় মূলত সর্দি বা হাঁচিকাশির সময় শরীর থেকে নির্গত জলের ফোঁটা থেকে। এর বায়ুবাহিত হওয়ার কোনও প্রমাণ এখনও মেলেনি।
সংক্রমণ বেশি হয় :যে কোনও বয়সের মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। তবে যাঁদের বয়স যাটের ওপর, দীর্ঘদিনের কোনও অসুখ রয়েছে, হাঁপানি বা এইডস রয়েছে, তাঁদের এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি।
সুরক্ষা: নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার করুন। মুখে হাত দেবেন না। অসুস্থ মানুষের ১ মিটার বা ৩ ফুটের মধ্যে আসবেন না।
আণ্টিবায়োটিক: না। অ্যান্টিবায়োটিক জীবাণুর বিরুদ্ধে কাজ করে না, ব্যাকটিরিয়ার সংক্রমণ সারাতে সাহায্য করে। করোনার কারণ জীবাণু, অতএব অ্যান্টিবায়োটিক কাজ করবে না। চিকিৎসক না বললে নিজে থেকে করোনা প্রতিষেধক হিসেবে অ্য়ান্টিবায়োটিক খাওয়াও উচিত নয়।
উপসংহার: কিছু ট্র্যাডিশনাল ওষুধপত্র বা ঘরোয়া এবং পশ্চিমী থেরাপি করোনার লক্ষণ লাঘব করতে পারে। তবে এখন যে সব ওষুধপত্র ব্যবহার হয়, তা করোনা সারাতে পারে এমন কোনও প্রমাণ নেই। নিজের ধারণামত ওষুধ খাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমর্থন করে না।