৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি বলতে কী বােঝায় তা ব্যাখ্যা করাে।
৩.২ CuSO, + Fe = Cu + FeSO, বিক্রিয়াটির ক্ষেত্রে জারণ ও বিজারণ বিক্রিয়া দুটির সমীকরণ লেখাে।
৩.৩ ডায়ারিয়া হলে কী কী সমস্যা দেখা দিতে পারে ?
৩,৪ মেজর কার্প ও মাইনর কাপের মধ্যে দুটো পার্থক্য উল্লেখ করাে।
Answers
Answer:
দুঃখিত কিন্তু আমি উত্তর জানি না
Explanation:
Thank my all answers and follow
Answer:
৩.১ যে পদ্ধতিতে জড় মাধ্যমের সাহায্য ছাড়াই বা মাধ্যম থাকলেও সেই মাধ্যমকে উত্তপ্ত না করে তড়িৎচুম্বকীয় তরঙ্গরূপে এক স্থান থেকে অন্যত্র তাপ সঞ্চালিত হয় তাকেই বিকিরণ বলে। বিকিরণ পদ্ধতিতে সংবাহিত তাপকে বিকীর্ণ তাপ বলে।
৩.২ জারণ বিক্রিয়া : Fe→ Fe²+ + 2e-, বিজারণ বিক্রিয়া : Cu²+ + 2e- → Cu
৩.৩ a.বারে বারে অতিরিক্ত জলীয় আঁশটে গন্ধযুক্ত মলত্যাগ হয়।
b.শরীর থেকে জল বেরিয়ে যাওয়া বা ডিহাইড্রেশন হয় এবং জলসাম্য হয়ে যায়।
c.পেটে মলের সঙ্গে রক্তক্ষরণ ও শ্লেষ্মা নির্গত হয়।
যন্ত্রণা ও বমি হয়। পাচকরস নষ্ট হয়ে যায়।
d.ক্ষুধার প্রতি অনীহা।
e.হালকা জ্বর, মাথা ঘোরা, চোখ ও চোয়াল ঢুকে যায় এবং ত্বক কুঞ্চিত হয়, শিরায় টান ধরে।
f.শরীরে অম্ল-ক্ষার ও ইলেকট্রোলাইট ভারসাম্য নষ্ট হয়ে যায়।
৩.৪ উত্তর টা ছবিতে দেওয়া আছে।