D
B
C C
Gে, BA ও CE রেখায় পরস্পর সমান্তরাল।
(ক) / BAC ও ZACE এর মধ্যে সম্পর্ক লিখ।
(531569. CBAC + LABC =2ACD
(গ) প্রমাণ কর যে, . ABC + ZBCE = দুই সমকোণ |
সেরা ; a = 32 সে:মি:, b = 4 5 সে
Answers
সৃজনশীল প্রশ্ন:
১।
চিত্রে, BA ও CE রেখাদ্বয় পরস্পর সমান্তরাল।
(ক) <BAC ও ACE এর মধ্যে সম্পর্ক লিখ।
(খ) দেখাও যে, <BAC +<ABC =<ACD।
(গ) প্রমাণ কর যে,<ABC + <BCE = দুই সমকোণ।
২।
একটি ত্রিভুজের দুইটি বাহু a = 3.2 সে:মি:, b = 4.5 সে:মি: এবং ZB = 30°
(ক) <B এর সমান একটি কোণ আঁক।
(খ) একটি ত্রিভুজ আঁক যার দুইবাহু a ও b এবং এদের অন্তর্ভূক্ত কোণ <B এর সমান হয়
(গ) এমন একটি ত্রিভুজ আঁক যার দুইটি বাহু a ও b এবং<B এর বিপরীত বাহ a হয়।
সংক্ষিপ্ত প্রশ্ন:
১। সংখ্যার এককের স্থানে কোন্ অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না?
২। “ক” এর বর্গসংখ্যার একক স্থানে ৬ থাকলে “ক” এর একক স্থানের অঙ্কটি কী কী হতে পারে?
৩। ২৪৩৩৬ সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট ?
৪। ২৪৫ সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন্ মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ হবে ?
৫। সারি সংখ্যা এবং সারিতে সৈন্য সংখ্যা সমান রেখে সাজালে ১৮০০ জন সৈন্য থেকে কতজনকে সরিয়ে রাখতে হবে?
৬। x = -2, y = 3 হলে (3x – 2y) থেকে (- 2x – 3y) এর বিয়ােগফলের মান কত?
৭। (7X – 3) এবং (7X + 5) এর গুণফল কত?
৮। 2a2 – 7ab + 6b2 কে 2a – 3b দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
৯। 2[ 6 – 3{ – 2 (4 – 3)}] এর সরল মান কত?
১০। x – 7×3 + 2X – 11 রাশিটির x এর সহগ থেকে ধ্রুবক পদের বিয়ােগফলের মান কত?