D
গণিত
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) :
(ক) চার অঙ্কের সংখ্যাটি হলাে
(a) ০৩০০
(b) ০৩০
(c) ০০৩০,
(d) ৩০০০
(খ) ৬৬৬৬ সংখ্যাটির শতকের ঘরের অঙ্কটির স্থানীয় মান
(a) ৬
(b) ৬০
(c) ৬০০
(d) ৬০০০
(গ) পাঁচ হাজার শূন্য শতক চার দশক পাঁচ সংখ্যাটি হলাে
(a) ৫৪০৫
(c) ৫৫০৪
(d) ৫০৪৫
(ঘ) ৩, ৫, ৪, ৭ এই চারটি অঙ্ক দিয়ে গঠিত সব থেকে বড়াে চার অঙ্কের সংখ্যাটি হলাে
(a) ৭৪৫৩
(b) ৩৪৫৭
(c) ৭৫৩৪
(d) ৭৫৪৩
২. সত্য/মিথ্যা লেখাে (T/F) :
(b) ৫৪৫০
(ক
১৮
Answers
Answer:
১=৩০০০;২=৬০০;৩=৫০৪৫;৪=৭৫৪৩;
সমাধান
সঠিক বিকল্প নির্বাচন করতে হবে
(ক) চার অঙ্কের সংখ্যাটি হলাে
(a) ০৩০০
(b) ০৩০
(c) ০০৩০
(d) ৩০০০
(খ) ৬৬৬৬ সংখ্যাটির শতকের ঘরের অঙ্কটির স্থানীয় মান
(a) ৬
(b) ৬০
(c) ৬০০
(d) ৬০০০
(গ) পাঁচ হাজার শূন্য শতক চার দশক পাঁচ সংখ্যাটি হলাে
(a) ৫৪০৫
(c) ৫৫০৪
(d) ৫০৪৫
(ঘ) ৩, ৫, ৪, ৭ এই চারটি অঙ্ক দিয়ে গঠিত সব থেকে বড়াে চার অঙ্কের সংখ্যাটি হলাে
(a) ৭৪৫৩
(b) ৩৪৫৭
(c) ৭৫৩৪
(d) ৭৫৪৩
উত্তর
(ক)
(a) ০৩০০ সংখ্যাটি তিন অঙ্কের
(b) ০৩০ সংখ্যাটি দুই অঙ্কের
(c) ০০৩০ সংখ্যাটি দুই অঙ্কের
(d) ৩০০০ সংখ্যাটি চার অঙ্কের
∴ চার অঙ্কের সংখ্যাটি হলাে ৩০০০
সুতরাং সঠিক বিকল্পটি হল (d) ৩০০০
(খ) প্রদত্ত সংখ্যাটি হল ৬৬৬৬
৬৬৬৬
= ( ৬ × ১০০০ ) +( ৬ × ১০০ ) + ( ৬ × ১০ ) + (৬ × ১)
সংখ্যাটির শতকের ঘরের অঙ্কটির স্থানীয় মান
= ( ৬ × ১০০ ) = ৬০০
সুতরাং সঠিক বিকল্পটি হল (c) ৬০০
(গ) পাঁচ হাজার শূন্য শতক চার দশক পাঁচ সংখ্যাটি হলাে
৫০৪৫
পাঁচ হাজার = ৫০০০০
শূন্য শতক = ০
চার দশক = ৪ × ১০০ = ৪০০
পাঁচ = ৫
সংখ্যাটি হল
= ৫০০০ + ০ + ৪০০ + ৫
= ৫০৪৫
সুতরাং সঠিক বিকল্পটি হল (d) ৫০৪৫
(ঘ) প্রদত্ত চারটি অঙ্ক হল ৩, ৫, ৪, ৭
হাজারের ঘরের অঙ্ক = ৭
শতকের ঘরের অঙ্ক = ৫
দশকের ঘরের অঙ্ক = ৪
এককের ঘরের অঙ্ক = ৩
∴ ৩, ৫, ৪, ৭ এই চারটি অঙ্ক দিয়ে গঠিত সব থেকে বড়াে চার অঙ্কের সংখ্যাটি হলাে
= ( ৭ × ১০০০ ) +( ৫ × ১০০) +( ৪ × ১০ ) + ( ৩ × ১)
= ৭০০০ + ৫০০ + ৪০ + ৩
= ৭৫৪৩
সুতরাং সঠিক বিকল্পটি হল (d) ৭৫৪৩
━━━━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
এমন একটি চার অঙ্কের সংখ্যা লেখ যাকে কার্ডে মাধ্যমে প্রকাশ করলে 4 টি হাজারের কার্ড থাকবে।
https://brainly.in/question/42462957
2. ৬ এর স্থানীয় মান ৬×১০০এই স্থানীয় মানযুক্ত সংখ্যা টি হলো?
https://brainly.in/question/42839004