India Languages, asked by hazrapallabi6, 3 months ago

প্রান্তলিখিত সংখ্যাগুলি পূর্ণমান নির্দেশক।
উত্তর যথাসম্ভব নিজের ভাষায় লেখা বাঞ্ছনীয়।
Day 1
১। (ক) “এই কাহিনীতে ব্যোমকেশ তাতে, রহস্য আছে, খুন-জখম আছে, রহস্যভেদ আছে, তবু এটা রহস্য কাহিনী কি না ঠিক বুঝতে
পারছি না।”
–‘শজারুর কটি’-র ভূমিকাধূত এই বক্তব্যে লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এ কাহিনীকে ‘রহস্য কাহিনী বলতে দ্বিধার
কারণটি কাহিনী অবলম্বনে বিচার করে।
অথবা,
(খ) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের শজারুর কাঁটা'-র কাহিনী অবলম্বনে দীপা চরিত্রটি বিশ্লেষণ করাে।
২। ক) কল্পবিজ্ঞানের কাহিনী হিসাবে প্রোফেসর শঙ্কুর ডায়েরিগুলি কতখানি সার্থক, তা যে-কোনাে দুটি পাঠ্যকাহিনী অবলম্বনে বিচার
আধু,
(খ) প্রােফেসর শঙ্কুর কোন দুটি পাঠ্যকাহিনীতে মৃতদেহে প্রাণসঞ্চারের প্রসঙ্গ রয়েছে? কিশােরমনের উপযােগ আকর্ষণীয় উপাদান
ঐ কাহিনী দুটিতে কতখানি আছে তা আলোচনা করাে।
৩। (ক) ...তাঁর (লীলা মজুমদার-এর) গল্পে ভূতের চেহারা নিপটি ভালমানুষের মতন, শুধু হাবেভাবে মালুম হয় যে তারা ভূত |
-সব ভূতুড়ে' গ্রন্থের যে-কােনাে দুটি গল্প অবলম্বনে এই মন্তব্যের যথার্থতা বিচার করাে ।
কিশাের গ্রন্থ সব ভূতুড়ে গল্পগ্রন্থে ছড়িয়ে আছে বহু কিশাের ভূত চরিত্র। এইরকম দুটি কিশাের ভূত চরিত্র আলােচনা করে
দখাও, কিশাের পাঠকদের মনের কতখানি উপযােগী হয়ে উঠেছে তারা।
(ক) দেশিসের জীবনক্ষত্র বিয়ের আগে যেমন ছিল বিয়ের পরেও তেমনি রয়ে গেল।
লেখকের এহেন মন্তব্যের কারণ ?
(গ) জারুর কঢ়িা, দেবাশিস ভট্ট-র হার্টকে বিধতে না পারার কারণ কী তা জানাও।
Please Turn Over​

Answers

Answered by yvidya133
1

Answer:

এখানে আপনার উত্তর

Explanation:

গোয়েন্দা কাহিনী, জনপ্রিয় সাহিত্যের ধরণ যেখানে একটি অপরাধ প্রবর্তন করা হয় এবং তদন্ত করা হয় এবং অপরাধী প্রকাশ পায়।

Answered by trishachakraborty488
0

aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

Similar questions