World Languages, asked by aryaveerverma, 3 months ago

Diwali composition of Bengali in five lines​

Answers

Answered by Anonymous
1

দীপাবলি

দীপাবলি হলো আলোর উৎসব, যা প্রতি বছরের দূর্গা পূজার পরে অনুষ্ঠিত হয়। উত্তর ভারতীয় মত অনুযায়ী এই দীপাবলি হলো অশুভের উপর শুভশক্তির বিজয় উদযাপন দিবস। তবে বিশেষত বাঙালি অধ্যুষিত অঞ্চল পশ্চিমবঙ্গে দীপাবলির সময়ে কালীপূজো অনুষ্ঠিত হয় সাড়ম্বরে। এই সময়ে, বাড়িতে বাড়িতে প্রদীপ প্রজ্জ্বলন, মিষ্টান্ন বিতরণ, বাজি পোড়ানো, সার্বজনীন কালী পূজা উদযাপন ইত্যাদি খুবই সাধারণ আমাদের এই পশ্চিমবঙ্গে। দীপাবলি আমাদের ভারতীয় সংস্কৃতির এক অতি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমাদের সকলেরই উচিত প্রতিবছরই দীপাবলি অনুষ্ঠানকে ধুমধামের সাথে পালন করা।

Similar questions