Biology, asked by arpandas2341, 11 months ago

ক্রোমোজোম ও DNA এর মধ্যে সম্পর্ক কি?​

Answers

Answered by singhajayanti138
15

Answer:

কোশ বিভাজন কালে নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়। ক্রোমোজোম নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত। DNA ক্রোমোজোমে অবস্থিত। DNA এর প্রোটিন সংশ্লেষের সংকেত বহনকারী নির্দিষ্ট অংশ হল জিন।

Answered by nirman95
3

ক্রোমোজোম ও DNA এর মধ্যে সম্পর্ক :

  • প্রথমত DNA তৈরি হয় অনেক রকম নিউক্লিওটাইড (nucleotide) দিয়ে এবং ক্রোমোসোম তৈরি হয় দুটো DNA দিয়ে ।

  • ক্রোমোসোম এবং DNA দুটোই একটি কোষ এর নিউক্লিয়াস এর মধ্যে থাকে

  • অনেক গুলি DNA এবং বিভিন্ন প্রোটিন (যেমন histone প্রোটিন) একসাথে জড়িয়ে গিয়ে ক্রোমোজোম তৈরি করে

  • \star আমাদের প্রত্যেক টি কোষ এর মধ্যে ৪৬ টা ক্রোমোজোম আছে (তার মানে ২৩ জোড়া ক্রোমোজোম আছে) ।

Similar questions