DNA ও জিনের মধ্যে ও
আন্তঃসম্পর্ক
বুঝিয়ে দাও।
Answers
Answered by
8
জিনগুলি ডিঅক্সাইরিবোনুক্লিক অ্যাসিড (ডিএনএ) এর অংশ যা একটি নির্দিষ্ট প্রোটিনের কোড ধারণ করে যা দেহের এক বা একাধিক ধরণের কোষে কাজ করে। ক্রোমোসোমগুলি এমন কোষের মধ্যে কাঠামো যা কোনও ব্যক্তির জিন ধারণ করে। জিনগুলি ক্রোমোজোমে থাকে যা কোষ নিউক্লিয়াসে থাকে।
HOPE IT HELPS
PLEASE MARK ME BRAINLIEST ☺️
Answered by
4
কোষ বিভাজন কালে নিউক্লিয় জালিকা অর্থাৎ ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়। ক্রোমোজোম নিউক্লিওপ্রোটিন দিয়ে গঠিত। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ক্রোমোজোম এ অবস্থিত। ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিডের প্রোটিন সংশ্লেষে সংকেত বহনকারী নির্দিষ্ট অংশ হল জিন। সুতরাং ক্রোমোজোম ডিএনএ এবং পরস্পরের সঙ্গে সম্পর্কিত।
Similar questions