DNA দ্বিতন্ত্রী নকশার গঠন বর্ণনা করো ।
Answers
Answered by
8
Explanation:
বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক 1953 সালে ডিএনএ অনুর দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেন।এতে বহু নিউক্লিওটাইড যুক্ত দুটি পরস্পরকে পেচিয়ে সিঁড়ির মত আকার ধারণ করে। সিড়ির হাতল দুটি শর্করা এবং ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ নিয়ে গঠিত।ডিঅক্সিরাইবোজ শর্করা ও নাইট্রোজেন যুক্ত হয়ে তৈরি হয় নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড এর সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে তৈরি হয় নিউক্লিওটাইড।
অ্যাডেনিন থাইমিন এর সঙ্গে দুটি হাইড্রোজেন বন্ড এবং গুয়ানিন সাইটোসিন এর সঙ্গে তিনটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে।
Attachments:
Similar questions