Biology, asked by dipayannaskar4, 5 months ago

DNA তে থাইমিন থাকে কিন্তু RNA তে থাকে না কেন?​

Answers

Answered by bithika1683
1

Answer:

নাইট্রোজেন ঘটিত ক্ষারক বা বেস(base) ২ ধরনেরঃ (১) পিউরিন (Purine), (২) পিরিমিডিন (Pyrimidine)

(১)পিউরিনঃ ২টি বিষমচাক্রিক কাঠামো বিশিষ্ট, ১টি 5-sided, অন্যটা 6-sided। প্রতিটা পিউরিন ক্ষার এ ৫ টা করে N পরমাণু থাকে।

পিউরিন বেস

(২) পিরিমিডিনঃ ১টি বিষমচাক্রিক কাঠামো বিশিষ্ট (6-sided)।

পাইরিমিডিন বেস

Explanation:

eta nitrogen bess er difference er jonno hoy..পাঁচ কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ কার্বোহাইড্রেট বা শর্করা, অজৈব ফসফেট এবং অ্যাডেনিন (adenine), গুয়ানিন (guanine), সাইটোসিন (cytosin) ও থাইমিন (thymine) নামক নাইট্রোজেন বেস বা ক্ষার নিয়ে ডিএনএ অণু গঠিত।

অ্যাডেনিন ও গুয়ানিনকে পিউরিন () এবং সাইটোসিন ও থাইমিনকে পাইরিমিডিন () বলে।

এক অণু ডিঅক্সিরাইবোজ কার্বোহাইড্রেট বা শর্করা ও এক অণু নাইট্রোজেন বেস (অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিনের যে কোন একটি) একত্রে নিউক্লিওসাইট

Similar questions