India Languages, asked by bithiadhikary303, 1 month ago

' ফাঁকি গল্পের অন্যতম প্রধান চরিত্র একটি নিরীহ নিরপরাধ আমগাছ ' উদ্ধৃতিটি কতদূর সমর্থনযোগ্য ?


DON'T SPAM​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
23

লেখক রাজকিশোর পটনায়ক এর লেখা 'ফাঁকি' গল্পের অন্যতম প্রধান চরিত্র একটি নিরীহ , নিরপরাধ আমগাছ । গোপালের বাবার তৈরি একটি কলমি চারা থেকে ধীরে ধীরে গাছটি বড় হয়ে ওঠে এবং একসময় সেই গাছটি বিশাল জায়গা জুড়ে বিস্তার করেছিল। পাড়ায় বিভিন্ন লোক এবং ছেলেরা সেই গাছের নিচে খেলা ধুলা করা, বই পড়া, গল্প করা, ইত্যাদি আরম্ভ করলো।

এভাবে বিরাট আকারের এই গাছটি গোপালের বাড়ির নিশানায় পরিণত হয়।

একদিন আষাঢ়ের ঝরে গাছটি মরে গেলে শুধু গোপালদের বাড়ির লোক নয়। বরং পাড়ার সব লোক দুঃখ প্রকাশ করে। তারপর সবাই লক্ষ্য করে গাছটির একধার উই পোকা খেয়ে নিয়েছিল অথচ কারো নজরে পড়েনি। যদি পড়তো তাহলে গাছটি এভাবে মরে যেত না।

তাই গাছটিকে নিরীহ ও নিরপরাধ বলা সমর্থনযোগ্য।

Similar questions