India Languages, asked by AkankshyaDas84411, 11 months ago

essay on bengali festivals in bengali

Answers

Answered by majnushekh2018
7

১লাংলার উৎসব । ভূমিকা : “ প্রতিদিন মানুষ ক্ষুদ্র দীন একাকী — কিন্তু উৎসবের । দিনে মানুষ বৃহৎ , সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হইয়া বৃহৎ , সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া মহৎ । ” ঋতুর বর্ণময় আবর্তনের সঙ্গে বাঙালির মানসিক , ১ সামাজিক , ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের নিবিড় , অঙ্গাঙ্গী ; সম্পর্ক । তারই সঙ্গে সম্পৃক্ত বাঙালির উৎসবপ্রীতির মেলবন্ধনের । ফলস্বরূপ বাংলায় রকমারি উৎসবের ঘটা । বাঙালির বারাে মাসে ২ তেরাে পার্বণ ’ – এই প্রবাদটিকে প্রকৃত অবস্থার পরিপ্রেক্ষিতে অল্প - ভাষণই বলা যায় । উৎস : বৈদিক সাহিত্যের অনুসন্ধান থেকে জানা যায় যে ( ‘ উৎসব ’ হল বৈদিক ঋষিদের ‘ সােমরস ’ নিষ্কাশনের এক আনন্দময় আচার - অনুষ্ঠান । ঋগবেদের ‘ সমন ’ শব্দ উৎসববাচক । তবে আরও পিছিয়ে গেলে আদিম শিকারি মানুষের সমষ্টি ভােজ ’ - কে । উৎসবের রূপ হিসেবে ধরা যেতে পারে । কালক্রমে উৎসব বিবর্তন ও পরিবর্তনের মধ্য দিয়ে আজকের বৈচিত্র্য ও ব্যাপকতা অর্জন ? করেছে । নানাবিধ প্রাকৃতিক ব্যাপার , বারব্রত , সংস্কার , লােকাচার , পূজাপার্বণ তাে আছেই , তা ছাড়াও মনীষী মহাপুরুষদের জন্মমৃত্যু , } ইতিহাসপ্রসিদ্ধ দিন এবং আরও নানাবিধ সামাজিক ব্যাপার সমাগত হয়েছে বাংলার উৎসবের ক্ষেত্রে । উৎসবের শ্রেণিবিভাগ : বাংলার বৈচিত্র্যপূর্ণ উৎসবের সমারােহকে কয়েকটি শ্রেণিতে বিভক্ত করা যেতে পারে । ( ক ) বৈদিক উৎসব : নামকরণ , অন্নপ্রাশন , উপনয়ন , বিবাহ , আভদায়িক বা ঋষিশ্রাদ্ধ , পার্বণশ্রাদ্ধ ইত্যাদি । ( খ ) পৌরাণিক ( শাস্ত্রীয় ) উৎসব : নাম মহােৎসব , সত্যনারায়ণ } বা স্যপীর উৎসব , সরস্বতী , চণ্ডী , মনসা , ধর্মদেবতা বিষয়ক

উৎসব , কৃয়জন্মােৎসব বা জন্মাষ্টমী , রথযাত্রা , দোলযাত্রা ও রাসযাত্রা , ঝুলনযাত্রা , রাধাষ্টমী , কোজাগরি লক্ষ্মীপূজা , শিবরাত্রি , দুর্গোৎসব , জগদ্ধাত্রীপূজা , কালীপূজা , দীপাবলি , কার্তিকপুজা । বড়ােদিন , গুড ফ্রাইডে , বুদ্ধপূর্ণিমা , মহরম , ইদ - উল - ফিতর , মহাবীর জয়ন্তী ইত্যাদি । ( গ ) লােক উৎসব : চড়ক বা গাজন , বনদুর্গা , বনবিবি , দক্ষিণ ২রায় , পির ও গাজির উৎসব , লালনােৎসব , ইদ পরব , ইতু , টুস , ভাদু পরব , অম্বুবাচি , বােলান , বিশ্বকর্মা , গন্ধেশ্বরী , গােরক্ষনাথ , পৌষুপ্পার্বণ ( নবান্ন ) , ত্রিনাথ পূজা , আউনি - বাউনি ইত্যাদি । । ধে ) সামাজিক উৎসব : ভাইফোঁটা , বিবাহ , জামাইষষ্ঠী , বিজয়া , সইপাতানাে , নববর্ষ , হালখাতা ইত্যাদি । ( ঙ ) জাতীয় উৎসব : স্বাধীনতা দিবস ( ১৫ আগস্ট ) , প্রজাতন্ত্র দিবস ( ২৬ জানুয়ারি ) , রবীন্দ্র জয়ন্তী , গান্ধি জয়ন্তী , রামকৃয় ও বিবেকানন্দ জয়ন্তী , নেতাজি জয়ন্তী ইত্যাদি । এ ছাড়াও প্রাচীনকালে পুষ্করিণী প্রতিষ্ঠা , ভূমিদান , বৃক্ষরােপণ প্রভৃতি উপলক্ষ্যেও উৎসব হত । এখন সামাজিক কাঠামাে পরিবর্তিত , তাই অনেক প্রাচীন উৎসবও অবলুপ্ত । অবশ্য তার পরিবর্তে বাংলার সরস ভূমিতে নব নব উৎসবেরও জন্ম হয়েছে । যেমন লােক উৎসব , বনমহােৎসব , যাত্রা উৎসব , নাট্য উৎসব , শিল্প । উৎসব ইত্যাদি । | দুর্গোৎসব : বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব । শরতের শিউলি - ঝরা আঙিনায় দেবী দুর্গার আরাধনাকে কেন্দ্র করে এক অভাবনীয় আনন্দময় মহােৎসবে মেতে ওঠে আপামর বাঙালি । দেবীর পূজা পাঁচদিনব্যাপী হলেও তাকে ঘিরে উৎসবের রেশ শুরু হয়ে যায় মাসখানেক আগে থেকেই এবং প্রতিবছরের । পূজাবসানের পরের মুহুর্ত থেকেই বাঙালির মনে শুরু হয় পরের বছরের দুর্গোৎসবের জন্য অধীর অপেক্ষা । বৈচিত্র্য : বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বসবাস বাংলাদেশে । বাঙালি ক্রিসমাসে যেমন মাতােয়ারা হয় , তেমনি ইদ , মহরম , বঞ্চ । পূর্ণিমাতেও বাংলার সমাজজীবনে উৎসবের রেশ সঞ্চারিত হয় । মুসলমান , খ্রিস্টান , জৈন , বৌদ্ধ প্রত্যেক সম্প্রদায়ের উৎসবই বাংলার উৎসবের উদার প্রাঙ্গণে শামিল হয়ে সার্বিকভাবে বাংলার উৎসবকে বৈচিত্র্যময় করে তুলেছে । উপসংহার : উৎসবের মূল চেতনা হল মানুষের কল্যাণসাধন । । দৈনন্দিন জীবনের তুচ্ছতা , গতানুগতিকতা থেকে মুক্তি পেতে মানুষের মন সততই আকুল । উৎসব মানুষের জীবনের এই চাহিদাকে পূরণ করে । উৎসব মিলন , মৈত্রী ও শান্তির বাণী বহন । করে । নিজস্বতা , বৈচিত্র্য ও আড়ম্বরে সমৃদ্ধ বাংলার উৎসব বাঙালির জীবনযাপনকে করেছে আনন্দময় ও পরিপূর্ণ ।

Answered by tripti03
5

Answer:

পহেলা বৈশাখ

বাংলা সনের প্রথম দিন যা নববর্ষ হিসেবে পালিত হয়

পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বঙ্গাব্দের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালী জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোকউৎসব ।

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশের প্রতি বছর ১৪ই এপ্রিল এই উৎসব পালিত হয়। বাংলা একাডেমী কর্তৃক নির্ধারিত আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এই দিন নির্দিষ্ট করা হয়েছে। পশ্চিমবঙ্গে চান্দ্রসৌর বাংলা পঞ্জিকা অনুসারে ১৫ই এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয়। এছাড়াও দিনটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সরকারি ছুটির দিন হিসেবে গৃহীত। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ হিসেবে বরণ করে নেয় ।

mark as brainlist

Similar questions