বিজ্ঞানের দান essay on class 6 standard
Answers
Answer:
class 6th standard
Explanation:
6th class students are innocents.. they love to play outside and are very cute .. they love their parents so much.. I love to play with them.. as they are very active at this stage..
বিজ্ঞানের দান বিজ্ঞান আমাদের জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। একটি সভ্য শহুরে মানুষের সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজের ধারা লক্ষ করলে তা পরিষ্কার বােঝা যায় ভােরে অ্যালার্মিং ঘড়ি ঘুম ভাঙায়। ট্যাপ ঘােরালেই মুখ ধােয়ার জল মেলে। ইলেকট্রিক হিটারে বা গ্যাসচুল্লিতে চা ও জলখাবার তৈরি হয়। মুদ্রণযন্ত্রে ছাপা হয়ে খবরের কাগজ আসে হাতের নাগালে। বেতারে প্রভাতি খবর শােনা যায়। দূরদর্শনেও খবর মেলে। অফিস রওনা হওয়ার আগে বাথরুমে শাওয়ারে স্নান সেরে ডাইনিং টেবিলে বসে ফ্রিজ বা হটপট থেকে খাবার নিয়ে খাওয়া হয়। ট্রাম, বাস, ট্যাক্সি, চক্ররেল বা পাতালরেলে চড়ে অফিস যাওয়া হয়। অফিসে শীতাতপনিয়ন্ত্রিত ঘরে বা বৈদ্যুতিক পাখার নীচে বসে কাজ করতে হয়। অফিসের পরে ঘরে ফিরে টিভি দেখা বা টেপরেকর্ডারে গান শােনা হয় দেখা গেল একটি শহুরে মানুষের প্রতি পা ফেলার সঙ্গে বিজ্ঞানের কিছু-না-কিছু দান জড়িয়ে আছে কৃষি, শিল্প, শিক্ষা, চিকিৎসা যেদিকে তাকানাে যাক, দেখা যাবে বিজ্ঞানের দান অফুরন্ত। চাষের মাটি কর্ষণ থেকে ফসল সংগ্রহ, ঝাড়াইমাড়াই, সংরক্ষণ—প্রতিটা কাজে আছে বিজ্ঞানের দান। শিল্পক্ষেত্রে যন্ত্রপাতি সবই বিজ্ঞানের কৃপায় তৈরি চিকিৎসা ব্যাপারে যাবতীয় যন্ত্রপাতি ও ওষুধ বিজ্ঞানলক্ষ্মীর দান। শিক্ষাক্ষেত্রে কাগজ, কলম, বই, ডাস্টার, গ্লোব, স্লেট, পেনসিল যাবতীয় জিনিস বিজ্ঞানের প্রসাদে |
তৈরি )বিজ্ঞান ছাড়া এখনকার মানুষের জীবনযাপন কল্পনা করাই যায় না।