essay on computer in bengali
Answers
Answer:
মস্ত রকমের বাংলা প্রবন্ধ রচনার একমাত্র ঠিকানা banglarachana.com এ আপনাকে স্বাগত। নিয়মিত নতুন নতুন প্রবন্ধ রচনা পাওয়ার জন্যে আমাদের অনুসরণ করুন।Banglarachana.com এর পক্ষ থেকে আজকের নতুন প্রবন্ধ রচনা -” কম্পিউটার“।
computer essay in bengali
রচনাই উল্লেখিত Points
ভূমিকা:
কম্পিউটার তৈরির ইতিহাস:
কম্পিউটারের বিভিন্ন প্রকারভেদ:
কম্পিউটার মগজ ও তার কার্যকারিতা :
কম্পিউটারের ব্যাবহার:
কম্পিউটার ও বেকার সমস্যা:
উপসংহার:
ভূমিকা:
শিল্প বিপ্লবের পর থেকে যন্ত্র বিজ্ঞানের জয়যাত্রা অব্যাহত রয়েছে।আশ্চর্য সব আবিষ্কারের মধ্য দিয়ে মানুষ দুর্বার শক্তির অধিকারী হয়েছে যন্ত্র শক্তিতে।বিজ্ঞানের যুগান্তকারী বিস্ময় ও এক আধুনিকতম আবিষ্কার হলো কম্পিউটার। কম্পিউটার _ এর কোনো বাংলা প্রতিশব্দ নেই।কম্পিউটার নামেই এর পরিচয়।টেবিলের উপর রাখা যায় এমন যন্ত্রটিকে আগে ইলেকট্রনিক যন্ত্র গণক বলা হত।কিন্তু বর্তমানে এই যন্ত্রটির কাজ শুধু গণনাতে সীমাবদ্ধ নয়।এই যন্ত্রের সাহায্যে কত রকমের কাজ হয়ে থাকে তা বলে শেষ করা যায়না।এ এক এমন যন্ত্র যা মানুষের কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে অবলীলায় অক্ষরে অক্ষরে প্রতিটি হুকুম পালন করে।