History, asked by akkuvava4673, 1 year ago

Essay on netaji subhash chandra bose in bengali language

Answers

Answered by techtro
58

স্বাধীনতা সংগ্রামী বোস ১৮৯৭সালের ২৩শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। ব্যারিস্টার জানকী নাথ বোস এবং প্রভাবতী দেবীর চোদ্দজন সন্তানের মধ্যে নবম সন্তান ছিলেন সুভাষ।


তিনি তার প্রাথমিক শিক্ষা কটক শহরে লাভ করে ১৯১৮সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ ডিগ্রি নিয়ে পাশ করেন। ১৯১৯সালে তিনি উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে পাড়ি দেন।


তিনি বাঙালী রাজনীতিবিদ চিত্তরঞ্জন দাসের অনুপ্রেরণায় দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন। তিনি ভারতে ইংরেজ শাসনের বিরুদ্ধে বিরোধিতা করেন এবং ১৯৩৯সালে জাতীয় কংগ্রেস সভাপতি হিসেবে যোগদান করেন। পরবর্তীকালে দলে মতবিরোধ হওয়ায় তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন।


দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি জার্মানে পালিয়ে যান এবং সেখানে হিটলারের অধীনে মিলিটারি শিক্ষা রপ্ত করেন। পরে দেশে ফিরে তিনি 'আজাদ হিন্দ ফৌজ' নামে সামরিক দল গঠন করেন।


একদিন হঠাৎ তিনি নিরুদ্দেশ হয়ে যান। তার মৃত্যু সম্পর্কে কোনো সঠিক তথ্য নেই।

Similar questions