essay on picnic in bengali language
Answers
পিকনিক :
_________
• ভূমিকা : মানুষের একঘেয়ে জীবন থেকে বেরিয়ে এসে সামান্য উল্লাস লাভের এক অব্যর্থ চাবিকাঠি হলো পিকনিক অথবা চড়ুইভাতি। কোন ছুটির অবকাশে বন্ধু অথবা পরিবারজনের সাথে কোন মনোরম জায়গায় গিয়ে পিকনিক অথবা চড়ুইভাতি পালন করা এক দারুণ একঘেয়েমি কাটানোর উপায়।
• বিবরণ : পিকনিকের সবথেকে গুরুত্বপূর্ণ অংশগুলো পিকনিক স্পট বা চড়ুইভাতি করার জায়গা। এক মনোরম জায়গা পিকনিকের আনন্দকে অনেকগুণে বাড়িয়ে দেয়। প্রসঙ্গত উল্লেখ্য যে , স্কুল কলেজ থেকেও ছাত্র-ছাত্রীদের পিকনিকে নিয়ে যাওয়া হয়, যাতে ছাত্র-ছাত্রীদের একঘেয়েমি থেকে মুক্ত করা যায়।
• পিকনিকের সুফল :
- একঘেয়েমি থেকে মুক্তি পাওয়া যায়।
- বায়ু পরিবর্তনের ফলে শারীরিক উন্নতি হয়।
- পিকনিক একটি দলগত করার জিনিস বলে, দলের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়ে।
• পিকনিকের কুফল : বন্ধুদের সাথে আয়োজিত পিকনিকে অনেক সময়ে বন্ধুদের কুসঙ্গে পড়ে গিয়ে বাজে কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা থেকেই থাকে।
• উপসংহার : উপরোক্ত আলোচনা থেকে দেখা গেল যে পিকনিকের সুফলের সংখ্যা বেশি তাই আমাদের সকলের উচিৎ, অবকাশ পেলে পিকনিক অথবা চড়ুইভাতিতে অংশগ্রহণ করা।