India Languages, asked by anso9220, 11 months ago

essay on science and superstition in bengali

Answers

Answered by Anonymous
21

বিজ্ঞান ও কুসংস্কার :

_______________

• ভূমিকা : আমাদের মনুষ্য সমাজের এক আলোকময় দিক হলো বিজ্ঞান এবং আরেক অন্ধকারময় দিক হলো কুসংস্কার। আমাদের সমাজের এই দুই আঙ্গিক সবসময়েই একে অপরের কঠোর বিরোধী।

• বর্ণনা : বিজ্ঞান যেমন আমাদের সকলের জ্ঞানচক্ষুকে খোলে এবং তেমনিই কুসংস্কার আমাদেরকে অবিজ্ঞানের অন্ধকার কুয়োর দিকে ঠেলে দেয়। পারতপক্ষে বলতে গেলে আমাদের সমাজের সুফলগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিজ্ঞানের দান এবং আমাদের সমাজের বিভিন্ন কুফল গুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কুসংস্কারের দান।

• প্রভাব ও বিস্তার : মানুষের মধ্যে বিজ্ঞানমনস্কতা আসে প্রথাগত শিক্ষা লাভের মধ্য থেকে এবং অন্যদিকে প্রথাগত শিক্ষা থেকে বঞ্চিত হবার ফলে কুসংস্কারের দিকে মানুষ এগিয়ে চলে। অতএব আমরা বলতে পারি যে শিক্ষার প্রসার হল বিজ্ঞানের প্রসার এবং ও শিক্ষার প্রসার হলো কুসংস্কারের প্রসার।

• উপসংহার : কুসংস্কার ও বিজ্ঞান হলো একে অপরের বিরোধী এবং তাই একই সমাজে এই দুই আঙ্গিকের একসাথে থাকা কখনোই সম্ভবপর নয় একটা সোনালী ভবিষ্যতের জন্য আমাদের সকলেরই কাম্য যে কুসংস্কারের বিনাশ যতদূর সম্ভব তাড়াতাড়ি হয়।

Similar questions