India Languages, asked by dhanushaj1462, 11 months ago

essay on television in bengali language

Answers

Answered by Anonymous
3

টেলিভিশন :

___________

• ভূমিকা : বর্তমানে আধুনিক সময়ে আমরা যে সকল অত্যাধুনিক যন্ত্রপাতি এবং প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করছে তার মধ্যে অন্যতম হলো টেলিভিশন। একটি সুপ্রচলিত গনমাধ্যমের প্রযুক্তি হিসেবে টেলিভিশন আমাদের সকলের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হিসেবে দাঁড়িয়েছে বর্তমান সময়ে।

• বিবরণ : সাধারণত টেলিভিশন একটি বৈদ্যুতিক যন্ত্র, যার পর্দায় আমরা বিভিন্ন রকমের চলমান দৃশ্য দেখতে পাই এবং একইসাথে টেলিভিশনের স্পিকারে আমরা চলমান ছবির সাথে মানানসই শব্দ শুনতে পাই।

• টেলিভিশনের সুফল : টেলিভিশনের জন্য আমরা খুবই কম খরচা করে বিভিন্ন রকম বিনোদনমূলক, শিক্ষামূলক এবং খবরাখবর জানতে পারি। ফলে টেলিভিশন একটি অত্যন্ত প্রয়োজনীয় গণমাধ্যমের প্রসারের মাধ্যম হিসেবে তার সুফল আমাদেরকে দান করে চলেছে।

• টেলিভিশনের কুফল : টেলিভিশনের ফলে আমরা অনেকেই আমাদের মূল্যবান সময় উদ্দেশ্যহীন ভাবে নষ্ট করে চলেছি এবং বেশিক্ষণ টেলিভিশনের সামনে বসে থাকলে আমাদের চোখ এবং অন্যান্য শারীরিক ক্ষতির সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে।

• উপসংহার : টেলিভিশন বিজ্ঞানের অন্যতম একটি আশীর্বাদ এবং তাই আমাদের সকলের উচিত টেলিভিশনে কুফল গুলি কে এড়িয়ে গিয়ে টেলিভিশনকে একটি আশীর্বাদ রূপে গ্রহণ করা আমাদের দৈনন্দিন জীবনে।

Similar questions