India Languages, asked by semial9431, 11 months ago

essay on zoo in bengali language

Answers

Answered by Anonymous
16

চিড়িয়াখানা :

__________

• ভূমিকা : চিড়িয়াখানা হলো মনুষ্যনির্মিত এমন এক জায়গা যেখানে বিভিন্ন বন্য পশু পাখিকে খাঁচায় বন্দী করে রাখা হয় মূলত বন জঙ্গলের থেকে দূরে থাকে যেসব মানুষ তাদেরকে বনের পশু পাখিকে সামনাসামনি দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

• বিবরণ : সাধারণত চিড়িয়াখানায় বিভিন্ন খাঁচার মধ্যে পশু-পাখিকে ধরে রাখা হয় এবং খাঁচার বাইরে থেকেই দর্শকরা পশু-পাখিকে দর্শন করে। খাঁচায় বন্দী করে রাখা সত্ত্বেও চিড়িয়াখানা পশু পাখিকে যথেষ্ট সেবা-শুশ্রূষার মধ্যে রাখা হয় যাতে খাঁচায় বন্দীদশা পশুপাখিদের অসহনীয় বলে মনে না হয়।

• চিড়িয়াখানার সুফল : চিড়িয়াখানার ফলে অনেক মানুষ পশু পাখি সম্পর্কে তাদের বাস্তবিক জ্ঞানকে আরো বাড়িয়ে তুলতে পারে। এছাড়া অনেক অসহায় পশুপাখি চিড়িয়াখানায় যথাযথ সেবা শুশ্রূষা এবং আশ্রয় পেয়ে থাকে।

• চিড়িয়াখানার কুফল : অনেক সময় দেখা যায় চিড়িয়াখানার খাঁচাগুলিকে ভর্তি করার জন্য বন জংগল থেকে পশুপাখিদের জোর করে ধরে আনা হয় এবং তাদের স্বাধীনতাকে অগ্রাহ্য করে তাদের খাঁচায় বন্দি রাখা হয়। এছাড়াও চিড়িয়াখানায় আগত দর্শনার্থীরা অনেক সময় খাঁচার পশু পাখির সাথে অনেক বাজে ব্যবহার করে থাকে।

• উপসংহার : উপরোক্ত আলোচনা থেকে আমরা দেখতে পারলাম যে চিড়িয়াখানার কুফল এবং সুফল উভয়ই রয়েছে তাই আমাদের সকলের উচিত চিড়িয়াখানা সুফলগুলিকে এড়িয়ে গিয়ে চিড়িয়াখানার সুফলগুলিকে প্রাধান্য দিয়ে, চিড়িয়াখানার মর্যাদাকে অক্ষুন্ন রাখা।

Answered by brilliant6717
4

সত্ত্বেও চিড়িয়াখানা পশু পাখিকে যথেষ্ট সেবা-শুশ্রূষার মধ্যে রাখা হয় যাতে খাঁচায় বন্দীদশা পশুপাখিদের অসহনীয় বলে মনে না হয়।

• চিড়িয়াখানার সুফল : চিড়িয়াখানার ফলে অনেক মানুষ পশু পাখি সম্পর্কে তাদের বাস্তবিক জ্ঞানকে আরো বাড়িয়ে তুলতে পারে। এছাড়া অনেক অসহায় পশুপাখি চিড়িয়াখানায় যথাযথ সেবা শুশ্রূষা এবং আশ্রয় পেয়ে থাকে।

• চিড়িয়াখানার কুফল : অনেক সময় দেখা যায় চিড়িয়াখানার খাঁচাগুলিকে ভর্তি করার জন্য বন জংগল থেকে পশুপাখিদের জোর করে ধরে আনা হয় এবং তাদের স্বাধীনতাকে অগ্রাহ্য করে তাদের খাঁচায় বন্দি রাখা হয়। এছাড়াও চিড়িয়াখানায় আগত দর্শনার্থীরা অনেক সময় খাঁচার পশু পাখির সাথে অনেক বাজে ব্যবহার করে থাকে।

• উপসংহার : উপরোক্ত আলোচনা থেকে আমরা দেখতে পারলাম যে চিড়িয়াখানার কুফল এবং সুফল উভয়ই রয়েছে তাই আমাদের সকলের উচিত চিড়িয়াখানা সুফলগুলিকে এড়িয়ে গিয়ে চিড়িয়াখানার সুফলগুলিকে প্রাধান্য দিয়ে, চিড়িয়াখানার মর্যাদাকে অক্ষুন্ন রাখা।

Similar questions