কোনো বাঙালি আছে? (Except Diya & Preeti)
Then Write an essay:
একটি মন্দিরের আত্মাকথা
Answers
আমি লিখলে নিশ্চয়ই কোন অসুবিধা হবেনা?.....xd
ওই যে দুরন্ত মেয়েটির মতো তন্বী নদীটি ছুটে চলেছে তারই এক পাশে আমার ভাঙ্গা শরীর নিয়ে কোনরকমে নিজেকে সামলে রেখেছি আর প্রহর গুনচ্ছি কখন হুড়মুড়িয়ে ভেঙে পরব।হা,ঠিক ধরেছো আমি সেই মন্দিরটা যেটা আজ থেকে চল্লিশ বছর আগেও জমিদার বাড়ির অরঘো উপহার না পেয়ে সন্তুষ্ট থাকতাম না,সেই মন্দিরটা জার সামনে লোকে মাথা নোয়াতে বাধ্য হতো,আজ ভাগ্যের ফেরে আমি ঝুঁকে পড়েছি।আমি তৈরি হয়েছিলাম জমিদার রূপনারায়ণ এর হুকুমে ।আমার ভিতরে স্থাপিত ছিলেন মহেশ্বর নিজে।বেশ আনন্দ দিন কটচ্ছিল,ভেবেছিলাম এমন ভাবেই হতো সারাটা জীবন কাটবে,কিন্তু কে জানত যে বিধাতা আমার অদৃষ্টে এমন দুর্ভাগ্য লিখে রেখেছেন? হঠাৎ একদিন জমিদার মারা গেলেন,আর তারপরেই গ্রামের পর গ্রাম দেখা দিল কলেরা ।মানুষ শূন্য গ্রামগুলো যেনো হাহাকার করে উঠলো।বন্ধ হলো আমায় অর্ঘ্য নিবেদন।প্রাণের ভয় ভুলে গেলো সকলে আমায়।আমি দাড়িয়ে সেইদিকে আজ অবধি অপেক্ষারত ,কোনো মানুষের যে এসে এই জঞ্জালের সমুদ্র থেকে আমায় মুক্ত করবে,আমার ভিতরে প্রদীপের আলোয় ভরিয়ে দেবে,উচ্চ শব্দে বাজাবে শাখ,ঘণ্টা।কিন্তু কই আর কেউ আসেনা তো?আমায় আজ সবাই ভুলতে বসেচ্ছে।আমিও তেমনি অপেক্ষা করতে করতে একটু একটু করে ভেঙে পড়ছি.....এমন ভাবেই হয়ত একদিন শেষ হয় যাবো!
Answer:
In First Pic
This Is Me Really!
If This Is Me Then See Second Pic
Explanation: