CBSE BOARD X, asked by anikmondal1988, 1 month ago

রক্ত
রী, শিষ্যা,
মা, চতুর্থী,
কারক-
কারক-
কাণায়
যা ক্রিয়া সম্পাদনের সর্বপ্রধান উপাদান, তাকে করণকারক বলে) | Fাঃ নোভা
পশ্যতি। স হনে শৃশতি।
করণকারকে তৃতীয়া বিভক্তি হয়। যথা-বয়ং নেত্রভ্যাং পশ্যামঃ।
• হেতু-অর্থে তৃতীয়া বিভক্তি হয়। যথা—দরিদ্রঃ দুঃখেন ব্রুতি।
কর্মবাচ্যে ও ভাববাচ্যের কর্তায় তৃতীয়া বিভক্তি হয়। যথা শিশুনা ৮৮ঃ দৃশ্যতে।
‘প্রকৃতি প্রভৃতি কতকগুলি শব্দের উত্তর তৃতীয় বিভক্তি হয়। এই তৃতীয়া সাধারণত ক্রিয়া বিশেষণের
মতাে অর্থ প্রকাশ করে। যথা—শিশু প্রকৃত্যা সরলঃ। নদী বেগেন বহতি।
০ সহ সাধম, সাম, সম—এই চারটি সহাথক শব্দের যােগে তৃতীয় বিভক্তি হয়। সপা পিত্রা
সহ পুত্রঃ গচ্ছতি।
• কানা, খোঁড়া প্রভৃতি অঙ্গবিকৃতি বােঝাতে সেই অঙ্গাবাচক শব্দের তৃতীয় বিভক্তি হয়।
যথা—চক্ষুষা কাণঃ। কর্ণেন বধিরঃ। পাদেন খঞ্জঃ ।
০ যে লক্ষণ দ্বারা কোনাে ব্যক্তি বা বস্তু সুচিত হয়, সেই লক্ষণবাচক শব্দের উত্তর তৃতীয়
বিভক্তি হয়। যথা—ত্বং জটাভিঃ তাপসং পশ্য।
ফলপ্রাপ্তি ও ক্রিয়া-সমাপ্তি বােঝালে কালবাচক ও পথবাচক শব্দের উত্তর তৃতীয় বিভক্তি
হয়। একে অপবর্গে তৃতীয়া বলে। যথা—বালকঃ মাসেন ব্যাকরণম্ অপঠৎ।
তুল্যার্থক (তুল্য, সদৃশ, সম, সমান) শব্দের যােগে তৃতীয়া বিভক্তি হয়। যথা—রামেন
ভক্তি,
তুল্যো বীরাে নাস্তি।​

Answers

Answered by rakkshithacharya
0

Answer:

sahi hai sai

Explanation:

Similar questions