Few lines about annual sports day in Bengali
Answers
I am not bangali to answer
বার্ষিক ক্রীড়া দিবস :
_________________
• ভূমিকা : পড়াশোনার পাশাপাশি প্রায় প্রত্যেকটি স্কুল এবং কলেজে খেলাধুলাকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়ে থাকে আজকাল। তাই প্রতি বছর আমাদের স্কুলেও মহাসমারোহে বার্ষিক ক্রীড়া দিবস আয়োজন করা হয়ে থাকে।
• বিবরণ : প্রতিবছর শীতকালে অর্থাৎ ডিসেম্বর মাসে আমাদের স্কুল কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জুনিয়ার থেকে সিনিয়ার সব ক্লাসের বিভিন্ন বয়সের ছাত্ররা। ক্রীড়া দিবসে যে সকল প্রতিযোগিতার আয়োজন করা হয় তা হল ; দৌড়, লম্বা দৌড়, লং জাম্প, জ্যাভেলিন থ্রো, পুটিং দ্য শট ইত্যাদি।
• পুরস্কার বিতরণ : ক্রীড়া দিবসের পরের দিন বিভিন্ন বিভাগ থেকে বিজেতাদের বিভিন্ন রকমের মেডেল ও ট্রফি পুরস্কার হিসাবে দেওয়া হয়ে থাকে।
• উপসংহার : পড়াশোনার পাশাপাশি ছাত্রজীবনে খেলাধুলার প্রয়োজনও অসীম তাই আমাদের সকলেরই উচিত ছাত্রজীবনে এই সকল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আনন্দের সহিত যোগদান করা।